বিকল্প পদ্ধতিতে এসএসসি-এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

0
22

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা কীভাবে নেয়া যায় সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে৷ প্রচলিত নিয়মে পরীক্ষা নেয়া সম্ভব না হলে বিকল্প উপায়ে নেয়া যায় কিনা সে বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রয়োজনে বিকল্প পদ্ধতিতেই পরীক্ষা নেয়া হবে।

রোববার (১৩ জুন) জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি৷ স্বপ্ন ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, আজ (১৩ জুন) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে করোনা পরিস্থিতি খারাপ থাকায় আমরা বাধ্য হয়ে ৩০ জুন পর্যন্ত ছুটি বাড়িয়েছি। আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। কোনো ভাবেই শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলা হবে না।

ডা. দীপু মনি আরও বলেন, আমরা অনলাইনের মাধ্যমে পাঠদান অব্যাহত রেখেছি। সেই সাথে বিকল্প পদ্ধতিও বের করার চেষ্টা করছি। শিক্ষার্থীদের অনুরোধ করবো, তোমরা বাসায় থেকে সিলেবাস শেষ করো। জীবন থেকে একটি বছর চলে গেলে তেমন কোনো ক্ষতি হবে না। আমাদের সবারই সুস্থ থাকতে হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here