ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের উদ্যোগে হলের ছাত্রীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতি রোববার রাত ৮টায় বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে।
আজ শনিবার (১২ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
করোনা পরিস্থিতিতে দীর্ঘ ছুটি, নিয়মিত শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা, স্বাস্থ্য ঝুঁকিসহ নানা কারণে সৃষ্ট ছাত্রীদের মানসিক চাপ, অস্থিরতা ও হতাশাসহ বিভিন্ন সমস্যা নিরসনে জুমে নিয়মিত মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক এ সেমিনারের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের খণ্ডকালীন সাইকোলজিস্ট উম্মে সাঈমা সিদ্দিকা সেমিনারে মানসিক স্বাস্থ্য সুরক্ষার নানা কৌশল নিয়ে আলোচনা করবেন।
এছাড়া, যেসব ছাত্রীর জরুরি স্বাস্থ্য সেবা দরকার তারা ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে প্রতি শনি, সোম ও বুধবার রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত সাইকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
এতে বলা হয়, সেমিনারে অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের এই নাম্বারে (০১৭১৮-৭৭১৪৮৫) ভাইবার ও হোয়াটসআপের মাধ্যমে যোগাযোগ করতে বলা হচ্ছে। তাছাড়া ফেসবুকের মেসেঞ্জারেও (www.facebook.com/saima.siddika.1) যোগাযোগ করা যাবে।
আয়োজনের বিষয়ে সাঈমা সিদ্দিকা বলেন, এ কর্মসূচি শুধুমাত্র বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীদের জন্য। ঢাবির অন্যান্য হলে সাইকোলজিস্ট রয়েছেন। এ হল প্রভোস্টের আহ্বানে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
The safety assessments made in this trial were AEs, clinical chemistry, haematology and urinalysis buy priligy in uae
eds Endocrine Therapy of Breast Cancer IV buy priligy