দীর্ঘ প্রতিক্ষার পর আজ থেকে শুরু হচ্ছে ওয়েফা ইউরো ২০২০

1
18

বাংলাদেশ সময় আজ রাত ১টায় ইতালি ও তুরস্কের ম্যাচ দিয়ে পর্দা উঠবে “ইউরো ২০২০” এবারের আসরের।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ৬০ বছর পূর্তি উপলক্ষে ২০২০ আসরকে বিশেষ রূপ দেওয়ার ঘোষণা এসেছিল আজ থেকে ৯ বছর আগে। ‘ফুটবলকে দর্শকের কাছে পৌঁছে দেওয়ার’ পরিকল্পনায় প্রাথমিকভাবে ইউরোপের ১২টি শহরে ৫১ ম্যাচের আসরটি আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল তবে করোনার থাবায় সেটি আর হয়নি!! তবে এইবার আয়োজকরা করোনাকে চ্যালেঞ্জ করে টুর্নামেন্টটি আয়োজন করছে ইউরোপের ১১ টি শহরের বিভিন্ন ভেন্যুতে।

বছর বদলালেও টুর্নামেন্টের নাম বদলাননি আয়োজকরা তাই এইবারের আসরের নাম আগের মতোই “ইউরো ২০২০” থাকছে!!

আজ শুরু হওয়া জমকালো আসরপর পর্দা নামবে জুলাইয়ের ১১ তারিখ ফাইনাল ম্যাচ দিয়ে।

ইউরো ২০২০

গ্রুপ পর্ব
তারিখ সময় ম্যাচ ভেন্যু
১১ জুন রাত ১টা তুরস্ক-ইতালি অলিম্পিক
১২ জুন সন্ধ্যা ৭টা ওয়েলশ-সুইজারল্যান্ড বাকু
১২ জুন রাত ১০টা ডেনমার্ক-ফিনল্যান্ড পার্কেন
১২ জুন রাত ১টা বেলজিয়াম-রাশিয়া ক্রেস্তোভস্তি
১৩ জুন সন্ধ্যা ৭টা ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ওয়েম্বলি
১৩ জুন রাত ১০টা অস্ট্রিয়া-মেসেডোনিয়া ন্যাশনাল
১৩ জুন রাত ১টা নেদারল্যান্ডস-ইউক্রেন আমস্টারডাম
১৪ জুন সন্ধ্যা ৭টা স্কটল্যান্ড-চেক প্রজাতন্ত্র হাম্পডেন
১৪ জুন রাত ১০টা পোল্যান্ড-স্লোভাকিয়া ক্রেস্তোভস্কি
১৪ জুন রাত ১টা স্পেন-সুইডেন কার্তুজা
১৫ জুন সন্ধ্যা ৭টা হাঙ্গেরি-পর্তুগাল পুস্কাস
১৫ জুন রাত ১টা ফ্রান্স-জার্মানি আলিয়াঞ্জ
১৬ জুন সন্ধ্যা ৭টা ফিনল্যান্ড-রাশিয়া ক্রেস্তোভস্কি
১৬ জুন রাত ১০টা তুরস্ক-ওয়েলশ বাকু
১৬ জুন রাত ১টা ইতালি-সুইজারল্যান্ড অলিম্পিক
১৭ জুন সন্ধ্যা ৭টা ইউক্রেন-মেসেডোনিয়া ন্যাশনাল
১৭ জুন রাত ১০টা ডেনমার্ক-বেলজিয়াম পার্কেন
১৭ জুন রাত ১টা নেদারল্যান্ডস-অস্ট্রিয়া আমস্টারডাম
১৮ জুন সন্ধ্যা ৭টা সুইডেন-স্লোভাকিয়া ক্রেস্তোভস্কি
১৮ জুন রাত ১০টা ক্রোয়েশিয়া-চেক প্রজাতন্ত্র হাম্পডেন
১৮ জুন রাত ১টা ইংল্যান্ড-স্কটল্যান্ড ওয়েম্বলি
১৯ জুন সন্ধ্যা ৭টা হাঙ্গেরি-ফ্রান্স পুস্কাস
১৯ জুন রাত ১০টা পর্তুগাল-জার্মানি আলিয়াঞ্জ
১৯ জুন রাত ১টা স্পেন-পোল্যান্ড কার্তুজা
২০ জুন রাত ১০টা ইতালি-ওয়েলশ অলিম্পিক
২০ জুন রাত ১০টা সুইজারল্যান্ড-তুরস্ক বাকু
২১ জুন রাত ১০টা ইউক্রেন-অস্ট্রিয়া ন্যাশনাল
২১ জুন রাত ১০টা মেসেডোনিয়া-নেদারল্যান্ডস আমস্টারডাম
২১ জুন রাত ১টা রাশিয়া-ডেনমার্ক পার্কেন
২১ জুন রাত ১টা ফিনল্যান্ড-বেলজিয়াম ক্রেস্তোভস্কি
২২ জুন রাত ১টা ক্রোয়েশিয়া-স্কটল্যান্ড হাম্পেন
২২ জুন রাত ১টা চেক প্রজাতন্ত্র-ইংল্যান্ড ওয়েম্বলি
২৩ জুন রাত ১০টা সুইডেন-পোল্যান্ড ক্রেস্তোভস্কি
২৩ জুন রাত ১০টা স্লোভাকিয়া-স্পেন কার্তুজা
২৩ জুন রাত ১টা পর্তুগাল-ফ্রান্স পুস্কাস
২৩ জুন রাত ১টা জার্মানি-হাঙ্গেরি আলিয়াঞ্জ
নকআউট পর্ব (প্রতিপক্ষ নির্ধাতির হয়নি)
২৬ থেকে ২৯ জুন রাউন্ড অব সিক্সটিন
২ ও ৩ জুলাই কোয়ার্টার ফাইনাল
৬ ও ৭ জুলাই সেমিফাইনালস
১১ জুলাই রাত ১টা ফাইনাল, ওয়েম্বলি

ইউরোপের ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিলো পর্তুগাল। আগামী মাসের ১১ তারিখ ইউরোপ পেয়ে যাবে ফুটবলে তাদের নতুন রাজা!!।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here