আবারও দূর্বল রক্ষণে জয় হাতছাড়া আর্জেন্টিনার

0
39

আবারও দূর্বল রক্ষণের খেসারত দিতে হলো আর্জেন্টিনাকে। নিশ্চিত জেতা ম্যাচ তাই আর জেতা হয়নি। ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আলবিসেলেস্তেদের। ২০১৪ বিশ্বকাপে এই রক্ষণ দূর্বলতা কাটিয়েই বিশ্বকাপের ফাইনালে উঠেছিলো আলেসান্দ্রো সাবেলার শিষ্যরা। সেই সাবেলাও নাই নাই সে রক্ষণও। হেইঞ্জ, আয়ালা, মাসচেরানো, জানেত্তিদের মত সর্বকালের অন্যতম সেরা এ ঝাঁক ডিফেন্ডার ছিলো আর্জেন্টিনা দলে।

২০১০ বিশ্বকাপের পর থেকেই একে একে বিদায় নিতে শুরু করেন জানেত্তি হেইঞ্জ আয়ালারা। সবশেষ বিদায় নেন মাশচেরানো। এরপর থেকেই আর্জেন্টিনা দলের আক্ষেপের নাম রক্ষণ ভাগ। পুরো ম্যাচে ভালো খেলেও শেষ দিকে এসে এলেমেলো রক্ষণে সব মাটি হয়ে যাচ্ছে। গেল বিশ্বকাপের কথাই ধরুন। ফ্রান্সের বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। কাতার বিশ্বকাপের বাছাই পর্বের শেষ দু ম্যাচেও একই চিত্র। চিলির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকেও ড্র নিয়ে মাঠ ছাড়ার পর আজ কলম্বিয়ার বিপক্ষে মাত্র ৮ মিনিটে ২-০ গোলে এগিয়ে গিয়েও ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়নে মেসিরা।

আর্জেন্টিনার সমর্থকরা তাই আর বড় কোন স্বপ্ন দেখতে পারছেন না। কারণ একটাই দূর্বল রক্ষণ। মেসি, মার্টিনেজরা আক্রমণ ভাগে দূর্দান্ত খেলললেও দূর্বল রক্ষণভাগ সব শেষ করে দিচ্ছে। সমর্থকদের কপালে তাই চিন্তার ভাজ- মেসিরা কি পারবে ২৮ বছরের শিরোপা খড়া ঘোঁচাতে? দুদিন বাদেই ব্রাজিলের মাটিতে শুরু হতে যাওয়া কোপা আমেরিকাতেই সব উত্তর রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here