তোমার ঐ মায়াবী চোখে স্বপ্ন দেখেছি
তোমার স্নিগ্ধ হাসিতে হাওয়ায় ভেসেছি
তোমার চোখেই স্বপ্ন এঁকেছি..
প্রেয়সী তুমি সবটুকু আমার!
তুমি আমার বৃষ্টিস্নাত সন্ধ্যা,
তুমি আমার দখিনা বাতাস;
তুমি আমার খোলা আকাশের এক ফালি চাঁদ…
প্রেয়সী তুমি সবটুকু আমার!
তুমি আমার শীতের চাদর
তুমিই আমার শ্রাবণ, ভাদর
তোমাতেই খুঁজি একটুখানি আদর!
প্রেয়সী তুমি সবটুকু আমার!
নিঃশ্বাসে তুমি আমার
বিশ্বাসেও তুমি আমার
শত আঘাতেও তুমি আমার
হৃদয়ের সবটুকু জুড়ে শুধুই তুমি
প্রেয়সী তুমি সবটুকু আমার!
গ্রীস্মের তপ্ত দুপুরেও তুমি আমার
অপ্ত বাসনাতেও তুমি আমার,
কারণে, অকারণে তুমিই আমার
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্তে তুমি শুধুই আমার..
প্রেয়সী তুমি সবটুকু আমার!
প্রেয়সী – জাহিদুল ইসলাম
৭ জুন ২০২১ রাত ৩.০৩ নিকুঞ্জ, ঢাকা