সাহিত্য ডেস্ক, বিডিনিউজ ট্র্যাকারঃ গেল বছরের বই মেলায় সাড়া জাগানো তরুণ উদীয়মান কবি জাহিদুল ইসলামের নতুন কবিতা প্রকাশিত হয়েছে। বসন্ত কেন্দ্রিক এই কবিতায় কবি সবার কথাই বলেছেন নিপুণ কৌশলে।
শীতের রিক্ততা শেষে এলোরে এলো ফাগুন
কারও মনে সুখ- কারও মনে দুঃখ;
কারও মনে জ্বলে শুধু বিরহেরই আগুন!
কারও কাছে ফুল কারও কাছে ভুল
কেউ বাঁধে চুল কেউ কিনে দুল-
কেউ ঘুরে কেউ দূরে কেউ ছুটে কেউ টুটে
কারও ছুটে কারও জুটে!
কেউ হাসে কেউ ভাসে কেউ আসে কেউ ফাঁসে
কেউ কাশে কেউ চাষে কেউ পাশে কেউ লাশে!
শীতের রিক্ততা শেষে এলোরে এলো ফাগুন
কারও মনে সুখ- কারও মনে দুঃখ;
কারও মনে জ্বলে শুধু বিরহেরই আগুন!
কেউ-বা আবার মেতে আছে ভাঙা গড়ার খেলায়,
কারও কাছে প্রেম এসে ধরা দেয় বড় অবেলায়!
ফাগুন নয় তো আগুন
-জাহিদুল ইসলাম
১৩-০২-২০২১
নিকুঞ্জ, খিলখেত