শেখ হাসিনার নেতৃত্বে সঠিক পথেই এগোচ্ছে বাংলাদেশ

2
54

আপনাদের ভাইকে যদি কেউ হত্যা করে তার প্রতিশোধ নিতে কি করতেন? মোহাম্মদপুরের ৮০-এর দশকের রাজনৈতিক ইতিহাস জানেন? হ্যাঁ আলজাজিরার প্রতিবেদনে বলে নি দেখায়ওনি জেনারেল আজিজের এক ভাইকে মোহাম্মদপুরে নির্মমভাবে হত্যা করা হয়েছিলো। ডকুমেন্টারিতে সেটা মিসিং কেন? কাজেই বালজাজিরার ডকুমেন্টারি দেখে পাকিপ্রেমীদের মনে রঙ লাগবেই বাট বাস্তবতা হচ্ছে এই দেশে পাকিপ্রেমীদের রাজনৈতিক কোন অবস্থান ২০৭১ সালের আগে অন্তত হবে না।

আর কামাল সাহেবকে বলব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে থামাতে নিজের মেয়ের জামাইকে ব্যবহার করলেন! এর চেয়ে নিকৃষ্টতর আর কিছু হতে পারে? আরেকজন আছে সেই নিউইয়র্ক থেকে গুটিবাজিতে মশগুল। হায়রে ইউনুস সাহেব। বাইডেন ক্ষমতায় আসলেও বাংলাদেশের রাজনীতি নিয়ে একটা চুল ছেড়ারও ক্ষমতা রাখে না আমেরিকা। এটা দক্ষিন এশিয়া এটা চীনের জোন। মায়ানমারে কলকাঠি নেড়ে বাইডেনকে একটা বার্তা ইতোমধ্যে দেয়া হয়েছে। শেষ কথা হলো বাংলাদেশ -ভারত – চীন- রাশিয়ার মধ্যে যে চমৎকার সম্পর্ক বিদ্যমান তাতে এসব বাইডেন ফাইডেন বা বালজাজিরার ডকুমেন্টারি দিয়ে সরকার হঠাতে পারবেন না। উন্নয়নের রোল মডেল এই বাংলাদেশে স্বাধীনতা বিরোধী জোট ছাড়া বাকি সবাই আমরা শেখ হাসিনার লোক। কারণ দেশের সুশীল সমাজ ভালো করেই জানে শেখ হাসিনার হাত থেকে অন্য কারও হাতে গেলে এই দেশ গোরস্থান হতে সময় লাগবে না। কাজেই দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক পথেই এগোচ্ছে বাংলাদেশ। বিচলিত হওয়ার কিছু নেই।

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here