বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবি জাহিদুলের কবিতা

2
147

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবি জাহিদুল ইসলামের কবিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । গেল বই মেলায় শান্তির খোঁজে কাব্য গ্রন্থের মধ্য দিয়ে আলোচনায় আসা কবি জাহিদুল ইসলাম এবার বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লেখে প্রশংসিত হয়েছেন। শনিবার জাতীয় শোক দিবসে তিনি কবিতাটি প্রকাশিত করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

জাহিদুল ইসলাম


একটি জাতি, একটি পতাকা আর একটি নাম
শ্বাশ্বত তুমি হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান!

তুমি হিমালয়ের চেয়ে বিশাল, তুমি চির অম্লান
শ্বাশ্বত তুমি হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান!

জাতির জনক তুমি, জাতির আবেগ তুমি
জাতির চেতনায় বেঁচে থাকবে চিরকাল
শ্বাশ্বত তুমি হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান!

তুমি গরীব দুঃখী মেহনতি মানুষের আস্থা ভরসার
শ্বাশ্বত তুমি হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান!

‘৫২ থেকে ৭১’ তোমার সে অবদান
ভুলিবেনা এ জাতি স্মরিবে তোমায় চিরকাল।
শ্বাশ্বত তুমি হে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান!

তুমি ৭ই মার্চে রেসকোর্স ময়দানের জ্বালাময়ী সে ভাষণ
কখনও বটবৃক্ষ কখনও পথ দেখানো পিতার অনুশাসন!

তুমি নিপীড়িত মানুষের হৃদয়ে বহমান
জাতির জনক তুমি, জাতির আবেগ তুমি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ||

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here