আর মাত্র ৩ ঘণ্টা পরে মিরপুর শেরে বাংলা স্টেডেয়ামে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলংকা।
আর সেই ম্যাচ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। করোনাভাইরাস হানা দিয়েছে লঙ্কান শিবিরে। সেখানে ৩ জন সদস্যের দেহে মিলেছে ছোঁয়াচে এই ভাইরাসের উপস্থিতি।
এই ৩ জন হলেন- বোলিং কোচ চামিন্দা ভাস এবং স্কোয়াডের সদস্য ইসুরু উদানা ও শিরান ফার্নান্দো।
এমন খবরে ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হয়েছে সংশয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্থানীয় সময় বেলা সোয়া এগারোটার দিকে প্রথম ম্যাচ বা সিরিজের ভাগ্য নির্ধারণ করবে।
১৬ মে বাংলাদেশে পৌঁছানোর পর তিন দিন রুম কোয়ারেন্টিনে ছিলেন দলটির সব সদস্য। এরপর অনুশীলনের সুবিধা পেলেও বাইরের পৃথিবী থেকে আলাদা ছিলেন সবাই, ছিলেন জৈব সুরক্ষা বলয়ে।
এরপরও করোনায় আক্রান্ত হলেন দলটির ৩ সদস্য।