রিয়াজ মাহমুদ হিমেলঃ
শ্রীলংকার বিপক্ষে প্রথম দুই ওডিআই এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আরও ৪ জনকে।
আর মাত্র ১ দিন পর আগামী ২৩ মে থেকে মিরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীলঙ্কা-বাংলাদেশ দ্বৈরথের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।সেই লক্ষ্যে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ‘১৫’ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি)।গত কিউই সফরে ছুটি কাটিয়ে সাকিব আল হাসান ওডিয়াই স্কোয়াডে ফিরলেও জায়গা হয় নি ইমরুলের।
যেমন হয়েছে দলঃ- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
স্ট্যান্ড বাই হিসেবে যারা রয়েছেন: আমিনুল ইসলাম বিপ্লব,নাইম শেখ, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম।
যেহেতু এই ম্যাচগুলোর জয় পরাজয়ের উপর অনেক কিছু নির্ভর করবে সেকারণে একাদশ নিয়ে কোন ধরণের পরীক্ষা নিরীক্ষা করবে না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আগামীকালের ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ-
১. তামিম ইকবাল খান২ . লিটন দাস ৩. সাকিব আল হাসান ৪ . মুশফিকুর রহিম
৫. মাহমুদউল্লাহ রিয়াদ
৬. আফিফ হোসাইন
৭. শেখ মেহেদী হাসান
৮. মেহেদী হাসান মিরাজ
৯. তাসকিন আহমেদ
১০. মোস্তাফিজুর রহমান
১১. শরিফুল ইসলাম