৫০০ রান বেশি করেও দলে ফিরতে পারলেন না বিজয়

0
46

আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। সেখানে দেশের শীর্ষ দুই টুর্নামেন্ট বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি রান করে ফর্মের তুঙ্গে থাকা এনামুল হক বিজয়কে বিবেচনা করেননি বিতর্কিত প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত একটি মৌসুম পার করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। যার সুবাদে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হুট করেই দলে সুযোগ পেয়েছেন তিনি। শুক্রবার (২৯ এপ্রিল) এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সম্প্রতি শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। টুর্নামেন্টের শেষে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ১৫ ম্যাচে ৬৫৮ রান করেন আবাহনীর অধিনায়ক। একই টুর্নামেন্টে ১১৩৬ রান করেছেন এনামুল হক বিজয়। প্রায় ৫০০ রান বেশি করেও কেন বিজয়কে নেযা হয়নি সে প্রশ্নের কোন উত্তরই দিতে পারেননি এই বিতর্কিত প্রধান নির্বাচক।

যদিও মোসাদ্দেকের নেতৃত্বে এবার চ্যাম্পিয়ন-রানার্সআপ কোনোটাই হতে পারেনি ঐতিহ্যবাহী ক্লাবটি।

তবে ব্যাট হাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। ৭টি হাফ সেঞ্চুরিতে ৪৭ গড়ে এই রান করেন মোসাদ্দেক। সর্বোচ্চ ৮৮। ৪ মেরেছেন ৫৩টি আর ছয় ২৯টি। বল হাতে নেন ১৫ ম্যাচে ১৬ উইকেট। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে সেভাবে রান করতে পারেননি মোসাদ্দেক হোসেন সৈকত। তবে ওই টুর্ণামেন্টে সেভাবে রান করতে পারেননি তিনি।

৫ দিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ। এবার তাতে যুক্ত হলেন মোসাদ্দেক। ১৫-১৯ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এরপর ২৩-২৭ মে মিরপুর শের-ই বাংলায় হবে দ্বিতীয় টেস্ট। ৮ মে বাংলাদেশে আসার কথা রয়েছে দ্বীপরাষ্ট্রটির।

টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে চার ম্যাচে দুটি করে জয়-পরাজয়ে শ্রীলঙ্কার পয়েন্ট ২৪। ১২ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে আট নম্বরে। ছয় ম্যাচে বাংলাদেশের জয় একটি, বাকি পাঁচ ম্যাচে হার।

বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী, তাইজুল ইসরাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহীদুল ইসলাম ও শরীফুল ইসলাম (ফিটনেস পরীক্ষায় পাস করলে)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here