Site icon bdnewstracker.com

সোমবার সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসছে ইসি

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সোমবার বেলা ১১টার দিকে এই সংলাপ শুরু হবে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি নির্ধারণ করতে দ্বিতীয় দফায় সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসতে চলেছে নির্বাচন কমিশন (ইসি)।

এ লক্ষ্যে ইতোমধ্যে সাংবাদিকদের নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে৷ ইসির জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান আরজু এই তথ্য নিশ্চিত করেছেন। ৩৫ জন জ্যেষ্ঠ সাংবাদিককে আনন্ত্রণ জানানো হয়েছে। ’

দেশের নির্বাচনি ব্যবস্থার দায়িত্বভার গ্রহণের পর নিজেদের মধ্যে আনুষ্ঠানিক সভা না করেই সংলাপে বসে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। গত মাসে কমিশন সভার আগে দুই দফা সংলাপে বসে ইসি। তৃতীয় দফায় সম্পাদকদের সঙ্গে সংলাপের আগেই নিজেদের প্রথম কমিশন সভায় বসেন সিইসিসহ কমিশনাররা।

সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন গত ১৩ মার্চ প্রথম দফায় ৩০ শিক্ষাবিদকে সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তাতে ১৭ জনই সাড়া দেননি। দ্বিতীয় দফার সংলাপে ৪০ বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হলেও পরে একজনকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। ওই পর্যায়ে ৩৯ বিশিষ্ট নাগরিকের মধ্যে সংলাপে অংশ নেন ১৯ জন।

তৃতীয় দফায় সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে সংলাপে ২৩ সম্পাদকসহ ৩৪ সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছিল ইসি। ২৩ সাংবাদিক এ ডাকে সাড়া দিয়েছিলেন।

Exit mobile version