সেই দুই বিসিএস ক্যাডার ভাইদের দোকানের মিষ্টি খেতে চান প্রধানমন্ত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই দুই বিসিএস ক্যাডার ভাইয়ের দোকানের মিষ্টি খেতে চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের ছুটিতে বাড়িতে এসে বাবার ফুটপাতের দোকানে মিষ্টি বিক্রি করা দুই ভাইয়ের দোকানের মিষ্টি খেতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ফেসবুকের ওই স্ট্যাটাসে শাহরিয়ার আলম জানান, ‘‘বিসিএস ক্যাডার দুই ভাইয়ের মিষ্টি বিক্রির খবর প্রধানমন্ত্রীর নজরে এনেছি। তিনি আমাকে যা বলেছেন তা হলো, ‘‘দুই ভাইকে বিশেষ পুরস্কার দেয়া উচিত। কাজের মুল্যায়ন করছে। আমার অভিনন্দন জানাবে। আমার জন্য ঐ দোকান থেকে মিস্টি আনবে।’’

এর আগে গত বৃহস্পতিবার রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারের চাল হাটায় বাবার ফুটপাতের দোকানে মিষ্টি বিক্রি করেন বিসিএস ক্যাডার দুই ভাই। এই খবর দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বাবু উত্তম কুমার পালের দুই সন্তান। দুই সন্তানের মধ্যে অমিত কুমার পাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অর্জন করেন। পরে তিনি ৩৫ তম বিসিএস পরীক্ষায় পাশ করে সান্তাহার সরকারি কলেজে যোগদান করেন। আরেক সন্তান মৃনাল কুমার পাল মিঠন এমবিবিএস শেষে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত রয়েছে। তিনিও বিসিএস ক্যাডার। দুই ভাই ঈদের ছুটিতে বাড়িতে এসে পিতার ফুটপাতের মিষ্টির দোকানে বসে দোকানদারি করেন।

এ বিষয়ে অমিত কুমার পাল বলেন, আমার বাবা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছেন। আমি বিসিএস ক্যাডার হলেও কোনো কাজকেই ছোট করে দেখিনা। তাই সুযোগ পেলেই বাবার মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি করতে আসি।

মৃনাল কুমার পাল মিঠন বলেন, এবার ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়ি এসেছি। বাবার ব্যবসা ছোট হলেও ভিড় অনেক বেশি। বাবা একা মানুষ। একা আর কত করবে। তাই বাবাকে সহযোগিতা করতে ছুটে এসেছি। সুযোগ পেলেই আমরা বাবাকে সহযোগিতা করি।

ছেলেদের এমন কাজে খুশি পিতা বাবু উত্তম কুমার পাল। তিনি বলেন, আমার ছেলে মেয়েদের কখনো ভালো প্রাইভেট, ভালো পোশাক, খাদ্য, ঘুমানোর ভালো জায়গা দিতে পারেনি। আমার ও আমার স্ত্রী বাসনা রানীর সার্বিক প্রচেষ্টায় আজ ছেলে ভালো জায়গায় এসেছে।

বিডিনিউজ ট্র্যাকার

সম্পাদনাঃ ডেস্ক

Related Posts

  • মার্চ ১০, ২০২৫
পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নতুন কমিটি: সভাপতি বিথী, সচিব রাশিম

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। এতে তাহমিনা জেসমিন বিথী সভাপতি এবং দোহার-নবাবগঞ্জ পেশাজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. রাশিম মোল্লা সচিব নির্বাচিত হয়েছেন।

  • ডিসেম্বর ২৩, ২০২৪
এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

ঘন কুয়াশায় ফের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার ভোরে মুন্সিগঞ্জের সিরাজদিখানে পিকআপ-প্রাইভেটকার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নতুন কমিটি: সভাপতি বিথী, সচিব রাশিম

পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নতুন কমিটি: সভাপতি বিথী, সচিব রাশিম

ধর্ষকের বিচার দাবিতে ক্ষোভে ফুঁসছে দেশ

ধর্ষকের বিচার দাবিতে ক্ষোভে ফুঁসছে দেশ

আরেফিন সিদ্দিকের অবস্থার আরও অবনতি, আশা দেখছেন না চিকিৎসকরা

আরেফিন সিদ্দিকের অবস্থার আরও অবনতি, আশা দেখছেন না চিকিৎসকরা

শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করলো সংস্কার কমিশন

র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করলো সংস্কার কমিশন

৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রার্থীর বয়স ২১ করার সুপারিশ

৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রার্থীর বয়স ২১ করার সুপারিশ