সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইট ভাটায় কয়েল ও জুট জালিয়ে পোড়ানো হচ্ছে ইট। সরেজমিনে দেখা যায়, রায়গঞ্জ সরকার ব্রিকস ভাটায় কয়লার বদলে মশার কয়েল ও জুট কাপড় জালিয়ে ইট পোড়ানো হচ্ছে। ইট পোড়াতে কাপড়ের জুট,নিম্নমানের মশার কয়েল ব্যবহার করায় সৃষ্টি হচ্ছে মারাত্মক বায়ু দুষন। সাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী ও নষ্ট হচ্ছে ফসল। বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না ফলে পরিবেশগত বিপর্যয়সহ জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে।
রায়গঞ্জ ইট ভাটা মালিক সমিতির সভাপতি ও সরকার ইট ভাটার মালিক এ বিষয়ে জানার জন্য ফ শোভন সরকার ফোন রিসিভ করে নাই।
রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, ওয়েস্টেজ মশার কয়েল,জুট, ও কাঠ জালিয়ে ইট পোড়ানো হলে বিষাক্ত ধোয়ায় তাপমাত্রা বাড়বে এতে অতি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে ফলে ফসলের ক্ষতি হবে।
পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ আব্দুর গফুর এ বিষয়ে কোন বক্তব্য দেয় নাই।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কনা বলেন, এসমস্ত জালানি ব্যবহার করা অন্যায়। সরকার ব্রিকস এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিবো।