সিরাজগঞ্জের কাজিপুরে সাব-রেজিস্ট্রি অফিসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0
49

নাগরিক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে আজ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে স্থায়ী কর্মচারী, নকল নবিশ ও দলিল লেখকবৃন্দের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার ও নৈতিকতা নিশ্চিতকল্পে আজ ৬ জুন ২০২২ তারিখে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় সঠিক দলিল লিখন পদ্ধতি, দলিল লিখনে স্বচ্ছতা, অফিস ব্যবস্থাপনা, জবাবদিহিতামূলক নাগরিক সেবা নিশ্চিতকরণ, সেবাগ্রহীতার সাথে সদাচারণ প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেনঃ জনাব মোঃ হাসানুজ্জামান ; সাব-রেজিস্ট্রার;বেলকুচি, সিরাজগঞ্জ এবং জনাব মোঃ আসিফ নেওয়াজ ; সাব-রেজিস্ট্রার; কাজিপুর (অ.দা), সিরাজগঞ্জ। প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনোয়ার হোসেন; উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, কাজিপুর, সিরাজগঞ্জ।

এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে “মুজিববর্ষে মোদের পণ,জনবান্ধব নিবন্ধন” প্রতিপাদ্যকে সামনে রেখে- স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক নিবন্ধন কার্যক্রম আরো গতিশীল হবে এবং নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন কাজিপুর সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার জনাব মোঃ আসিফ নেওয়াজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here