সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদ আর নেই

0
15

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদ আর নেই। আজ শনিবার, ১৯ মার্চ সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে, সিএমএইচ, চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান।

১৯৯০ সালে তৎকালীন এরশাদ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন বিচারপতি সাহাবুদ্দীন আহমদ। এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকে রাষ্ট্রপতি করা হয়। রাষ্ট্রপতির পদ থেকে তিনি অবসর নেন ২০০১ সালের ১৪ নভেম্বর।

জানা গেছে, বিগত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ৯২ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি। নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার পেমল গ্রামে ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন সাহাবুদ্দিন আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫১ সালে অর্থনীতিতে স্নাতক এবং পরের বছর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এমএ ডিগ্রি লাভ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here