বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ পরিচালক সাদ্দাম হোসাইন জনির ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। কোনভাবেই আইডি রিকভার করতে না পারায় শেষমেষ থানায় জিডি করার কথা জানান তিনি। বিডিনিউজ ট্র্যাকার এর প্রযুক্তি প্রতিবেদককে তার আইডি হ্যাকড হবার কথা জানিয়ে তিনি বলেন’ সরকারি কর্মকর্তা হবার কারণে আমাকে অনেক বিধিনিষেধ মেনে চলতে হয়। কেউ প্রতারিত হবেন না। আমার Saddam Hossain Johny আইডি থেকে কোন ধরনের অর্থ লেনদেন কিংবা কোন ধরনের তথ্য পোস্টকে আমলে নিবেন না। ইহা এখন হ্যাকারের হাতে যিনি আমাকে বিব্রত করার উদ্দ্যেশেই এহেন হীন কর্মকান্ড করে যাচ্ছে। উল্লেখ্য বুধবার তার আইডি থেকে রিলেশনশিপ ইভেন্ট পোস্ট করা হয়। এতে তিনি বিব্রত হয়ে পড়েন। তিনি সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।
সম্পাদনাঃ ডেস্ক