সর্বকালের সেরা ক্রিকেটার হতে পারেন সাকিব আল হাসান । সর্বকালের সেরা ক্রিকেটার কে? স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান? শচীন রমেশ টেন্ডুলকার? ভিরাট কোহলি? সাকিব আল হাসান? অবাক হলেন? ক্রিকেট যদি রেকর্ড আর পরিসংখ্যানের খেলা হয় তাহলে সর্বকালের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় সাকিব আল হাসানকেও রাখতে হবে। ক্রিকেট ইতিহাসে আর কোন ক্রিকেটারই ১২০০০ রান এবং ৬০০ উইকেটের সুপার ডাবল পূর্ণ করতে পারেন নি। তাহলে সর্বেকালের সেরা তালিকায় কেন থাকবেন না সাকিব আল হাসান। বরং আমি স্বপ্ন দেখি সাকিব আল হাসান হবেন সর্বকালের সেরা ক্রিকেটার যদি তিনি আকাশ ছুঁতে পারেন। কিভাবে ছুঁবেন? এজন্য তাকে এমন এক কীর্তী গড়তে হবে যেটা গড়তে পারলে শচীন, ব্র্যাডম্যান নন সাকিবকেই সবাই সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে মেনে নিবেন?
কি সেই অর্জন?
আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রান ও ১ হাজার উইকেট। এটা এমনই এক অর্জন যা সুপারম্যানিয় বললেও কম বলা হবে। কারণ ১৫০ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান আর ৬০০ উইকেটের ডাবলই আছে কেবল সাকিব আল হাসানের। এজন্য কি প্রয়োজন। সাকিবকে ফিট থাকতে হবে এবং শচীন, জয়াসুরিয়া, জেমস আন্ডারসনের মত ক্যারিয়ার ৪০এর ঘরে নিয়ে যেতে হবে। সে হিসেবে সাকিব আল হাসান যদি আরও ৫ বছর ক্রিকেট খেলতে পারেন তাতে। আরও ৬০০০ রান এবং ৩৩০ উইকেট না পাবার কোন কারণ নেই।
আমি সেই স্বপ্ন দেখি।