সরিষার মত স্বাস্থ্যসম্মত বিকল্প থাকতে কেন সয়াবিন নির্ভরতা?

  • প্রকাশিতঃ ৮ মে ২০২২ ৫:২৬ অপরাহ্ণ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই যতই দিন গড়িয়েছে ততই সয়াবিন তেলের হাহাকার বেড়েছে । জ্বালানি তেলের মতই ভোজ্যতেল মানুষের জন্য অতিগুরুত্বপূর্ণ খাদ্য উপকরণ। জ্বালানী তেল ফুরিয়ে গেলে যেমন মিল-ফ্যাক্টরি চলে না তেমনি ভোজ্যতেল ফুরিয়ে গেলেও রান্নাবান্না থমকে যায়। বলতে গেলে তেল ছাড়া রান্না করা এক প্রকার অসাধ্য ব্যাপারই হয়ে গেছে। কারণ বছরের পর বছর আমরা তেলের উপর এভাবেই নির্ভরশীল হয়ে গেছি। বিশ্বের অন্যান্য দেশের না হয় কোন বিকল্প নেই তাই তারা বাধ্য হয়েই সয়াবিন কিংবা পামওয়েলের উপর নির্ভরশীল হচ্ছে। কিন্তু বাংলাদেশ চাইলেই তো ভোজ্যতেলে স্বয়ংসম্পূর্ণ হতে পারে। এমনকি বিদেশে রপ্তানিও করতে পারে। এজন্য আামদের সরিষার আবাদ বাড়াতে হবে। গবেষণা করতে হবে কি করলে ধানের মত সরিষার আবাদও দ্বিগুন করা যাবে।

পৃথিবীতে বাংলাদেশের মত এমন খাঁটি মাটি আর কোথাও নেই। আগামীর বিশ্বে খাদ্যসংকট দেখা দিবে তা অবধারিত। পরাশক্তিগুলোর কারণে বিশ্বে অস্থিরতা থাকবে। আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যও থমকে যেতে পারে। ইন্দোনেশিয়া এর বড় উদাহরণ। কারণ তারা হুট করেই তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। এজন্য আমাদের অবশ্যই ভোজ্যতেলের সেল্ফ ডিপেন্ডেন্সি বাড়াতে হবে। তাছাড়া সয়াবিন/পামওয়েলে স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর সেকথা কারও অজানা নয়। সেদিক বিবেচনায় পুরো বিশ্বে সরিষার তেলের চাহিদা হতে পারতো আকাশচুম্বী সেটার মার্কেটিং না করে বছরের পর বছর আমরা কেন সয়াবীন/পামওয়েল নির্ভর হচ্ছি? এই জায়গাটিতে সরকারের কাজ করা জরুরী।

আমাদের বাসায় ২ বছর ধরেই সয়াবিন নিষিদ্ধ। ডাক্তারের পরামর্শেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ঢাকাতেও আমরা সরিষার তেল দিয়েই রান্না করি। হোক না একটু বেশি খরচ টাকাটা দেশেই থাকতেছে। আবার এটা স্বাস্থ্যকরও। যাদের আবাদী জমি আছে সামনের সিজন থেকে সরিষা উৎপাদনে আরেকটু মনোযাগী হন। ২০১৯-২০ সালে আমাদের দেশে পেঁয়াজের হাহাকার দেখা দিয়েছিলো। সেকথা সবারই মনে থাকার কথা। আমরা যদি পেঁয়াজ উৎপাদন করে দেখিয়ে দিতে পারি তাহলে সরিষা উৎপাদন করেও দেখিয়ে দিতে পারবো বলেই আমার বিশ্বাস। এজন্য জনসাধারণকে সয়াবিন তেলের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে হবে। একই সাথে সরিষার তেলের ব্যবহারে আগ্রহী করে তুলতে হবে। সেই সাথে সরিষার তেলের উৎপাদনকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে করে আমরা দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানী করতে পারি। 

জাহিদুল ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক

Related Posts

  • ডিসেম্বর ২৩, ২০২৪
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে দুর্নীতির চিত্র অত্যন্ত উদ্বেগজনক। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায়ও বাংলাদেশের অবস্থান নাজুক। আফগানিস্তান ছাড়া এ অঞ্চলের সব দেশের চেয়ে বাংলাদেশে দুর্নীতির হার বেশি।

  • এপ্রিল ১০, ২০২৩
বাঙালী এবাদতে সৎ, কর্মে অসৎ

জাতিগতভাবে বাঙালীদের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে দেশের প্রসিদ্ধ দার্শনিকরাও কিছুটা স্তম্ভিত হয়েছেন। আহমদ সফা ‘বাঙালী মুসলমানের মন’ প্রবন্ধে বাঙালী মুসলমান সমন্ধে বলেন, “ইসলামও যে একটা উন্নততর দীপ্ত ধারার

One thought on “সরিষার মত স্বাস্থ্যসম্মত বিকল্প থাকতে কেন সয়াবিন নির্ভরতা?

  1. You really make it seem so easy with your presentation however I in finding this matter to be actually one thing which I feel I’d by no means understand. It kind of feels too complex and very large for me. I’m looking forward for your subsequent publish, I will try to get the cling of it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করলো সংস্কার কমিশন

র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করলো সংস্কার কমিশন

৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রার্থীর বয়স ২১ করার সুপারিশ

৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রার্থীর বয়স ২১ করার সুপারিশ

৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের

বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের