Site icon bdnewstracker.com

শাহরুখের হাতে ৮ ছবি!

বিরতির পর আবারও বড় ফিরিস্তি নিয়েই ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বর্তমানে তার হাতে রয়েছে আটটি সিনেমা। মুক্তির আগেই কেবল গান দিয়েই বাজিমাত করেছে ‘পাঠান’। এই ছবির সব অগ্রিম টিকেটও নাকি বিক্রি হয়ে গেছে। এদিকে ‘জওয়ান’ সিনেমা দিয়ে প্যান ইন্ডিয়া ছবিতে প্রবেশ করছেন শাহরুখ খান। এ ছবিতে তার বিপরীতে অভিয়ন করছেন দক্ষিণি তারকা নয়নতারা। ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায় চলতি বছরের ২ জুন মুক্তি পাবে সিনেমা হলে।

পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে ‘ডানকি’ সিনেমাতেও কাজ করছেন শাহরুখ। এই সিনেমাটিরও বছরের শেষের দিকে মুক্তির পাওয়ার কথা রয়েছে। সালমান খানের ‘টাইগার ৩’ ছবিতে দেখা যাবে শাহরুখকে। অতিথি চরিত্রে উপস্থিত হবেন তিনি। ২২ বছর পর ‘হে রাম’-এর রিমেকেও প্রধান চরিত্রে দেখা যাবে শাহরুখকে। ‘অপারেশন কুকরি’ ছবিতেও আছেন শাহরুখ খান।

সত্য ঘটনা অবলম্বনে সঞ্জয় লীলা বানসালির ‘ইজহার’। সেই ছবির প্রধান চরিত্রেও শাহরুখ খানের অভিনয় করার কথা। রাহুল ঢোলাকিয়ার সঙ্গে নাকি কাজ করবেন শাহরুখ। তার পরবর্তী সিনেমাতেও শাহরুখকে দেখা যেতে পারে।

Exit mobile version