পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। দেশটির সিনেটের চেয়ারম্যান সাদিক সানজরানি মঙ্গলবার (১৯ এপ্রিল) তাদের শপথ পাঠ করান।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এদিন মোট ৩১ জন ফেডারেল মন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রী শপথগ্রহণ করেন। এছাড়া শপথ নেন প্রধানমন্ত্রীর ৪ জন উপদেষ্টা।
অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) থেকে ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ খুরশীদ শাহ, সৈয়দ নাভিদ কামার, শেরি রেহমান, আবদুল কাদির প্যাটেল, শাজিয়া মারি, সৈয়দ মুর্তজা মাহমুদ, সাজিদ হোসেন তুরি, এহসান উর রহমান মাজারি এবং আবিদ হোসেন
নতুন ফেডারেল মন্ত্রীদের মধ্যে রয়েছেন মুত্তাহিদা মজলিস-ই-আমলের আসাদ মাহমুদ, আবদুল ওয়াসাই ও আবদুল শাকুর। জমিয়তে উলেমা-ই-ইসলাম পাকিস্তানের সিনেটর মোহাম্মদ তালহা মাহমুদ, মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের আমিনুল হক ও ফয়সাল সবজওয়ারি, বেলুচিস্তান আওয়ামী পার্টির মোহাম্মদ ইসরার তরিন, জামহুরি ওয়াতান পার্টির নবাবজাদা শাজাইন বুগতি এবং পাকিস্তান মুসলিম লীগ-কায়েদের তারিক বশির চিমা।