টিএসসিতে ছেলেদের নামাজের জায়গার পশ্চিমে মেয়েদের জন্য নামাজের জায়গার ব্যবস্থা করা হয়েছে। ঢাবির সাধারণ নারী শিক্ষার্থীরা মঙ্গলবার যোহরের নামাজ পড়ার মধ্য দিয়ে এই জায়গাতে নামাজ পড়ার আনুষ্ঠানিকতা শুরু করেন।
১৯২১ সালে পূর্ব বঙ্গের পিছিয়ে পরা মুসলিম শিক্ষার্থীদের কথা ভেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও প্রতিষ্ঠার প্রথম শতকে সেখানে (টিএসসিতে) নারী শিক্ষার্থীদের জন্য নামাজের কোন নির্ধারিত স্থান ছিলো না। অতঃপর গত বেশ কিছু দিন ধরে শিক্ষার্থীরা সেখানে নামাজের স্থান চেয়ে আসছিলেন। অতঃপর তাদের দাবি আলোর মুখ দেখল। যদিও প্রগতিশীল অনেক শিক্ষার্থীই এর বিরোধিতা করে আসছিলেন।
এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে নারী শিক্ষার্থীরা যারা টিএসসিতে বিভিন্ন মিটিং, প্রোগ্রামে এসে নামাজ পড়তে পারেন না বা নামাজ কাজা হয়ে যায় তারা এখন থেকে এখানে নামাজ পড়তে পারবেন।