নিয়মের বাহিরে গিয়ে রোনালদো কিছু করবেন আর সেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হবে না, এমনটা অসম্ভব। এবার যা করলেন তাতে কেবল বিতর্ক নয়, বিশ্ববিখ্যাত কোমল পানীয় প্রতিষ্ঠান কোকাকোলার ব্র্যান্ড মূল্য ৪০০ কোটি ডলার কমে গেছে। বাংলাদেশি মুদ্রায় যা ৩৩ হাজার ৯১৫ কোটি টাকা। আর তা মাত্র আধঘণ্টার ব্যবধানে।
কোকাকোলার বিরুদ্ধে রোনালদো
গত সোমবার রাতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে কথা শুরুর আগেই টেবিল থেকে কোকাকোলার দুটি বোতল সরিয়ে পাশে রেখে দেন এবং পানির বোতল হাতে নিয়ে বলেন, কোক নয়, পানি খান। অথচ উয়েফা ও ইউরোর অন্যতম বড় স্পনসর এই প্রতিষ্ঠানটি। ফলে ঘটনার পর থেকেই বিতর্ক তুঙ্গে।
কিন্তু কেনো তিনি এমনটা করলেন তা এখনো স্পষ্ট নয়। যদিও সবাই ধারণা করছেন, স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্ব দিতেই ক্রিস্টিয়ানো রোনালদোর এ কাণ্ড। আর এতেই যেন শেয়ারবাজারে কোকাকোলার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।
সোমবার ইউরোপের শেয়ার মার্কেট খোলার সময় কোকাকোলার মূল্য ছিল ৫৬ দশমিক ১০ ডলার। এর আধঘণ্টা পর সংবাদ সম্মেলনে আসেন রোনালদো। তার এই কাণ্ডের মুহূর্ত পরই শেয়ারে দর ৫৫ দশমিক ২২ ডলারে নেমে আসে। অর্থাৎ এক লাফে ১.৬ শতাংশ দাম হারিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে কোকাকোলার দাম কমে দাঁড়িয়েছে ২৩ হাজার ৮০০ কোটি ডলার। যা আগে ছিল ২৪ হাজার ২০০ কোটি ডলার।
রোনালদোর এমন কাণ্ড অনেকেই সুস্বাস্থ্য বজায় রাখার জন্য এক ধরণের বার্তা হিসেবে দেখছেন। তবে বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের প্রতি এমন মনোভাব তিনি দেখাতে পারেন কিনা, সেটিও উঠে এসেছে আলোচনায়। এরইমধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানিয়েছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো। ইউরোর আয়োজক উয়েফা এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে বলেও জানিয়েছে গণমাধ্যমগুলো।
Proper Administration and Timing of Nolvadex Dosage priligy otc The sales volume of the Big Four this year may reach 900 million units, which means that we will make a net profit of 100 billion yuan from how to increase size and girth naturally Red Viper Male Enhancement Pills the Big Four
priligy buy I found the needles to be painless; actually you really don t feel them at all
Institutional reasons for prolonged time to surgery are multifactorial and complex priligy seratonin Elderberry is also taken by mouth for sinus pain, back and leg pain sciatica, nerve pain neuralgia, and chronic fatigue syndrome CFS
priligy where to buy How Long Will I Test Positive for Chlamydia After Treatment Residual RNA or DNA from a chlamydia trachomatis infection may linger in the body as it is being cleansed out
Terry UzluHTDRuMhiehEIMY 5 20 2022 where buy generic cytotec without insurance
Top motor drive cheap cytotec no prescription
Usually, the inflammation resolves when the drugs are stopped where can i buy generic cytotec Rarely, pyelonephritis can also be caused by bacteremia