রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ক্রমবর্ধমান জ্বালানী তেল-গ্যাসের সংকট

  • প্রকাশিতঃ ১৪ জুলাই ২০২২ ৪:১০ অপরাহ্ণ
দিন যাচ্ছে আর বাড়ছে জ্বালানী তেল-গ্যাসের সংকট। এক সময় বিশেষজ্ঞ পন্ডিতরা বলাবলি করেছিলো বাংলাদেশ গ্যাসের উপর ভাসছে- সেই পন্ডিতসকলরাও আজ চুপ। কারণ একাধিক বিশেষজ্ঞের মতে বাংলাদেশে যে পরিমান গ্যাস মজুদ রয়েছে তা দিয়ে আর মাত্র ১০ বছর চাহিদা পূরণ করা সম্ভব। গ্যাসের এই চাহিদা আর হাহাকারের দিনগুলোতে ঢাকা শহরের নির্বোধ মহিলাদের কথা মনে পড়ছে খুব। ৮০/৯০ এর দশকে এমনকি ১৫-১৬ বছর আগেও এই শহরের মহিলারা ১টা ম্যাচের কাঠি বাচাতে ঘন্টার পর ঘন্টা চুলা জ্বালিয়ে রাখতেন। মনে পড়ে সেসব ? রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কুপ্রভাবে বিশ্বজুড়ে জ্বালানী সংকট কেবল বেড়েই চলেছে। ইন্টারনেট ছাড়াও পৃথিবী চলবে কিন্তু জ্বালানী ছাড়া পৃথিবী কল্পনা করা যায় না। একেবারে সবকিছু একসাথে স্থবির হয়ে পরবে। সেজন্য আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে।
ক্রাইসিস মোমেন্টে অনেক কিছুই শিথিল করতে হয়। যেহেতু জ্বালানী তেলের চেয়ে গ্যাসের সংকট আরও বেশি সেজন্য আমরা আপাতত পরিববেশবাদীদের কথা মাথায় না রাখি। ঢাকার বাইরের সকল যানবাহনে গ্যাসের পরিবর্তে ডিজেল অ্যালাউ করে দিতে পারে সরকার। কারণ সবার আগে দরকার বিদ্যুৎ। এখনও সেরকম কোন ক্রাইসিসে পড়েনি বাংলাদেশ কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবকে মাথায় রেখে বাংলাদেশ তার নিজ দেশের উৎপাদন ঠিক রাখতে অবশ্যই বিদ্যুৎ ও জ্বালানীকে সর্বাধিক গুরুত্ব দিতে পারে। দেশের স্বার্থের উপরে কিছু নাই। কি হবে কার্বন নিঃসরণের কথা ভেবে? যদি আপনি আপনার দেশের জন্য প্রয়োজনীয় জ্বালানী নিশ্চিত করতে না পারেন? আপাতত গ্যাস সেভিং সম্ভাব্য সবগুলো প্ল্যান বি কাজে লাগানো যেতে পারে। কারণ বাংলাদেশের বেশিরভাগ বিদ্যুৎকেন্দ্র গ্যাসের উপর নির্ভরশীল। রূপপুর পারমানিবক বিদ্যুতকেন্দ্র চালু না হওয়া পর্যন্ত গ্যাসের ব্যবহারে সতর্ক হতে হবে। এক্ষেত্রে গ্যাস সেভিংসের সবচেয়ে দ্রুততম ও কার্যকর উপায় হচ্ছে যানবাহনে ডিজেল ব্যবহারে শিথীলতা আরোপ করা।

জাহিদুল ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক

Related Posts

  • ডিসেম্বর ২৩, ২০২৪
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে দুর্নীতির চিত্র অত্যন্ত উদ্বেগজনক। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায়ও বাংলাদেশের অবস্থান নাজুক। আফগানিস্তান ছাড়া এ অঞ্চলের সব দেশের চেয়ে বাংলাদেশে দুর্নীতির হার বেশি।

  • এপ্রিল ১০, ২০২৩
বাঙালী এবাদতে সৎ, কর্মে অসৎ

জাতিগতভাবে বাঙালীদের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে দেশের প্রসিদ্ধ দার্শনিকরাও কিছুটা স্তম্ভিত হয়েছেন। আহমদ সফা ‘বাঙালী মুসলমানের মন’ প্রবন্ধে বাঙালী মুসলমান সমন্ধে বলেন, “ইসলামও যে একটা উন্নততর দীপ্ত ধারার

One thought on “রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ক্রমবর্ধমান জ্বালানী তেল-গ্যাসের সংকট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করলো সংস্কার কমিশন

র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করলো সংস্কার কমিশন

৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রার্থীর বয়স ২১ করার সুপারিশ

৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রার্থীর বয়স ২১ করার সুপারিশ

৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের

বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের