রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছ্বি । পিএলে চলছে রানের উৎসব। আরও স্পষ্ট করে বললে চার-ছক্কার বৃষ্টি হচ্ছে এবারের বিপিএলে। উইকেটের মান যেমন বেড়েছে, তেমনি বাউন্ডারির দৈর্ঘ্যটাও অনেকখানি কমিয়ে এনেছে বিসিবি। ফলাফল এক আসরেই দুইবার এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড দেখেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। সিলেটে গতকাল দুই ম্যাচ মিলিয়ে হয়েছে ৪৫ ছক্কা। ছক্কা মেরে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তামিম ইকবাল। ৪৮ বলে অপরাজিত ৮৬ রান করেছেন । আর রানে ফিরেই বাউন্ডারি ছোট হয়ে গেছে বলে অভিযোগ করেছেন তামিম ইকবাল।
সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচে ৩১টি ছক্কা হয়েছে, যা বিপিএল রেকর্ড। ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচে হয়েছে ১৪টি ছক্কা। দর্শকরা যখন উপভোগ করছেন এমন চার-ছয় তখন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বললেন বাউন্ডারি বড় করার কথা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ছোট বাউন্ডারি বেশ ভালোভাবেই নজরে এসেছে দর্শকদের। সামাজিক যোগাযোগমাধ্যমে আগে থেকেই আলাপে ছিল বাউন্ডারি ইস্যু। তামিম মাঠের প্রশংসা করলেও সমালোচনা করেছেন বাউন্ডারি সীমানার।
উইকেটের প্রশংসা করতে অবশ্য কার্পন্য করেননি তামিম, ‘উইকেট এবার এত ভালো যে কিউরেটরদের কৃতিত্ব দিতে হবে। দুর্দান্ত উইকেট তৈরি করেছেন তারা। তবে উইকেট যখন এত ভালো থাকে, তখন সীমানা বাড়িয়ে দেওয়া উচিত, বিশেষ করে যদি জায়গা থাকে। তাহলে বোলারদের জন্যও সুযোগ থাকে। এই মুহূর্তে বোলারদের জন্য কিছু নেই।’
তবে সবশেষে তামিম ফের আবদার রাখলেন বাউন্ডারি বড় করার, ‘শীর্ষ কর্তারা যারা সিদ্ধান্ত যা গ্রহণ করেন, আমার আশা ও প্রার্থনা, তারা আমার কথা শুনছেন এবং এই বাউন্ডারি আরেকটু পিছিয়ে দেবেন। কারণ জায়গা তো আছেই।’