টাঙ্গাইলের মির্জাপুরে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১২ টায় মির্জাপুর খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাব্বির আহমেদ মুরাদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডলি আক্তার প্রমুখ।
চলতি মৌসুমে মির্জাপুরে বোরো ধান সংগ্রহের লক্ষমাত্রা ২ হাজার ৮৪৮ মেট্রিকটন। প্রতি কেজি ধান ২৭ টাকা দরে ১ হাজার ৮০টাকা মণ হিসেবে কৃষকের অ্যাপে নিবন্ধনের মাধ্যমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় হবে। আগামী ১৬ আগষ্ট পর্যন্ত এই ধান সংগ্রহ অভিযান চলবে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন।
সম্পাদনাঃ ডেস্ক