মিকরন আহমেদের একটি কবিতা ‘তুই কি আমার দুঃখ হবি’

0
72

মিকরন আহমেদের একটি কবিতা ‘তুই কি আমার দুঃখ হবি’। জনপ্রিয় বাংলা অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ ট্র্যাকারে কবিতাটি প্রথম প্রকাশিত হয়।

তুই কি আমার দুঃখ হবি
– জাহিদুল ইসলাম


তুই কি আমার দুঃখ হবি!
হঠাৎ সুখের ঝলকানিতে না হোক আর জীবনডুবি।
দুঃখ চির সাথী হয়েই সারাটাজীবন আকড়ে রবি?

তুই কি আমার রাত্রি হবি!
দিনের শত আলোর ভীড়ে না হোক আর ইচ্ছাডুবি।
নিথর নিরব গভীর রাতে নিস্তব্ধতায় চমকে দিবি?

তুই আমার কান্না হবি!
খুশির সাথে সুখ উড়িয়ে না আঁকি আর মন্দছবি।
কান্না ভেজা চোখের জলে আমার হঠাৎ আবেগ হবি?

তুই কি আমার মন খারাপের কারণ হবি!
জীবন নদীর বাঁকে বাঁকে না ভাসুক আর সুখের তরী।
ক্ষুদ্র আমার এ জীবনে তুই কি আমার দুঃখ হবি?

সুখের ঝলক এ জীবনে তীব্রতর অস্থায়ী,
দুঃখ আমার চলার পথের নিত্যসাথী।
তাইতো বলি-
তুই কি আমার দুঃখ হবি?

তুই কি আমার দুঃখ হবি
মিকরন আহমেদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here