মা দিবসে মা’কে নিয়ে জানা-অজানা কিছু কথা

  • প্রকাশিতঃ
  • ৮ মে, ২০২২ ১১:৫৫ পূর্বাহ্ণ

মা, মাদার, মম, মাম্মি, আম্মু, আম্মা, আম্মি যে নামেই ডাকি না কেন অনূভূতির গভীরতা একই। মা হচ্ছেন পৃথিবীতে সেই মানুষ যাকে স্বয়ং সৃষ্টিকর্তা নিজের পরেই স্থান দিয়েছেন। পৃথিবীর সবচেয়ে মর্যাদাশীল মানুষ হচ্ছেন মা। আপনি যত বড় মহানায়কই হোন না কেন মায়ের কাছে আপনি আজীবনই শিশু। আজ বিশ্ব মা দিবস। মা দিবসে সেই মা’কে নিয়ে লিখেছেন লেখক ও নৃতাত্ত্বিক বিশ্লেষক সাদ মোহাম্মদ।

মা’ – আমাদের অনুভুতিতে ধারণ করার পরও তৃপ্তির অত্যাল্পই আহোরিত হয় সে বিষয়ে কিছু লিখে প্রকাশ করার প্রয়োজন নাই। বরং তা করতে গেলে বেমানান হয়ে যায়। তথাপি, এখানে ভিন্ন আঙ্গিকে কিছু জানার প্রচেষ্টা মাত্র করা হয়েছে। সংস্কৃত শব্দ মাতৃ থেকে প্রাকৃত মাআ এসেছে। যেটি থেকে বাংলা মা শব্দের উৎপত্তি। মা ধাতুর সাথে ক্বিপ প্রত্যয় যুক্ত হয়ে সংস্কৃত মাতৃ শব্দটি গঠিত। পদ বিচারে মা বিশেষ্যের অন্তর্ভুক্ত। [ বিশেষ্য পদরূপে সঙ্গীত ও নৃত্যকলা অঙ্গনে স্বরগ্রামের মধ্যম বা চতু্র্থ সুর হিসেবে আরেকটি মা শব্দ রয়েছে। যেটি সংস্কৃত “মধ্যম” থেকে উৎপত্তি হয়েছে।] উৎস: বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান; পৃ:৯৬৭।

মা এমন একটি শব্দ যাকে উচ্চারণে পৃথীবির বিভিন্ন ভাষার মধ্যে ধ্বনিগত মিল লক্ষ্য করা যায়। মা শব্দের ইংরেজি প্রতিশব্দ mom। এটি পূর্বে ব্যবহৃত শব্দ mamma-এর পরিবর্তিত রূপ। বলা হয়, ইংরেজি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ mamma থেকে। যা স্তন বোঝতে ব্যবহৃত হতো। এই শব্দ থেকে mammel শব্দটির উৎপত্তি। যার অর্থ স্তন্যপায়ী প্রাণী। বিভিন্ন ভাষায় মা শব্দের ধ্বনিগত কতটা সাদৃশ্য রয়েছে এমন প্রশ্ন মনে জাগতেই পারে। কোন ভাষায় মা-কে কী বলে ডাকে আসুন দেখি-

গ্রীক- মানা, ল্যাটিন- মাতের, জার্মান- মাত্তার, ফরাসি- মেরে/ মামান, স্প্যানিস- মামা/ মামি/ মাদরে, রাশিয়ান- মাত, বসনীয়- মাজকা, ক্রোয়েশয়ান- মাতি/ মাজকা, আলবেনীয়- মেমে, বেলারুশীয়- মাতকা,  ব্রাজিলীয়- মাএ, ডেনিশ- মোর, ওলন্দাজ- মোয়েদের/ মোয়ের, ভারতীয়- মাতা/ মাতা/ আম্মা,  পাকিস্থানী- আম্মি/ আম্মা, ভিয়েতনামিজ- মা/ মে, কোরীয়- আম্মা, আফ্রিকান- মা/ মোয়েদের, আরবি- আম্মি/ উম্মি, #চীনা- মামা, ইতালিয়ান- মাদর, মিশরীয়- মাত।

পৃথীবির মোট ৩৩টি ভাষায় মা উচ্চারণটি শব্দের প্রথমে বা শেষে জড়িয়ে আছে-
মা কে ৭টি ভাষায় মাম্মা ডাকা হয়।
মা কে ৬টি ভাষায় মামা ডাকা হয়।
মা কে ৫টি ভাষায় মা ডাকা হয়।
মা কে ৪টি ভাষায় আম্মা ডাকা হয়।
মা কে ৪টি ভাষায় মাম ডাকা হয়।
মা কে ৩টি ভাষায় মারে ডাকা হয়।
মা কে ৩টি ভাষায় মাজকা ডাকা হয়।
মা কে ১টি ভাষায় মাদার ডাকা হয়। (উৎস: বাংলা ইনসাইডার)

কিন্তু মা কে বোঝাতে ‘ম’ ধ্বনির বহুল আগমন কীভাবে। শিশুরা যখন প্রথম ভাঙ্গা ভাঙ্গা কথা বলতে শুরু করে তখন মা শব্দটি সহজেই উচ্চারণ করতে পারে। কারণ হিসেবে বলা হয়ে থাকে ম, ব, দ, ত ধ্বনিগুলো উচ্চারণের জন্য খুব বেশি কৌশলী হবার প্রয়োজন হয় না। ফুসফুস তাড়িত বায়ু ও কণ্ঠের সাহায্যে সরল কৌশল অবলম্বন করেই ‘ম’ ধ্বনি উচ্চারণ করা সম্ভব। এজন্য ভাষা রপ্তের প্রাথমিক দিকে শিশুরা মা, বাবা, দাদা, ইত্যাদি উচ্চারণ করে থাকে। এই সরলতার উপর ভিত্তি করে বেশির সংখ্যক ভাষাভাষির মধ্যে মা শব্দের উচ্চারণে ‘ম’ ধ্বনি এসেছে বলে প্রতীয়মান হয়। হতে পারে এজন্যই হয়তো সন্তানের সাথে মায়ের সম্পর্কও সরল হয়।

গর্ভাবস্থা থেকেই সন্তানের উপর মায়ের প্রভাব শুরু হয়। ফিনল্যান্ডে ৩,৬০০ গর্ভবতী নারী ও তাদের সন্তানদের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, কোনো নারী যদি গর্ভাবস্থায় অতিরিক্ত মানসিক চাপে থাকেন, তার সন্তান ৩০ বছর বয়সে পৌঁছুনোর আগেই ‘পার্সোনালিটি ডিজঅর্ডার’ বা ব্যক্তিত্ব বৈকল্যে আক্রান্ত হতে পারে। এ ঝুঁকি স্বাভাবিকের তুলনায় ১০ গুণ বেশি হতে পারে। ‘পার্সোনালিটি ডিজঅর্ডার’ এমন একটি মানসিক অবস্থা যাতে আক্রান্ত ব্যক্তি নিজের জীবন তো বটেই, অন্যের জীবনেও বড় ধরণের সঙ্কট তৈরি করে। এরা অনর্থক এবং অতিমাত্রায় উদ্বিগ্ন হতে পারে, আবেগের ওঠানামার পেছনে কোনো যুক্তি থাকেনা, অতিমাত্রায় সন্দেহ-প্রবণ হয়ে পড়ে। এমনকী অনেক সময় সমাজ-বিরোধী কাজে লিপ্ত হয়ে পড়ে। উৎস: বিবিসি.কম।

গবেষণাটি এই ইঙ্গিত দেয় যে, মায়ের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি যারা মা হবেন তাদের প্রতিও যত্ন হওয়া প্রয়োজন। যখন এই লেখাটি লিখছি ঠিক এই মুহূর্তে আজকের দিনে পৃথীবির মায়েরা ৩,৭২,৭৫০ টি শিশুর জন্ম দিলেন। আর এই বছরে ৫০,২৬,৬৭০০টি। সংখ্যাটি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। উৎস: ওয়ার্ল্ডোমিটারস.ইনফো।

বিশ্বে একমাত্র ব্যতিক্রম মা হলেন মা মরিয়ম (আ.)। কোন পুরুষের স্পর্শ ছাড়াই তিনি জন্ম দিয়েছিলেন খ্রিস্টান ধর্মের প্রচারক আল্লাহর নবী ও রাসূল হযরত ঈসা (আ.) কে। পবিত্র আল কুরআনে মহান আল্লাহ কেবল এই একজন মায়ের নাম সরাসরি উল্লেখ করেছেল। প্রত্যেক ধর্মেই মা কে অতুলনীয় স্থান ও সন্তানের উপর সুনির্দিষ্ট হক দেয়া হয়েছে। এর মধ্যে মা-বাবার সাথে উত্তম আচরণ এবং তাদেরকে মনে-প্রাণে ভালোবসা অন্যতম হক। সনাতন ধর্মে উল্লেখ আছে স্ববংশবৃদ্ধিকামঃ পুত্রমেকমাসাদ্য..”। আবার সন্তান লাভের পর নারী তাঁর রমণীমূর্তি পরিত্যাগ করে মহীয়সী মাতৃরূপে সংসারের অধ্যক্ষতা করবেন। তাই মনু সন্তান প্রসবিনী মাকে গৃহলক্ষ্মী সম্মানে অভিহিত করেছেন। তিনি মাতৃ গৌরবের কথা বিশ্ববাসীকে জানিয়েছেন এভাবে- উপাধ্যায়ান্ দশাচার্য্য আচায্যাণাং শতং পিতা।

সহস্রন্তু পিতৃন্মাতা গৌরবেণাতিরিচ্যতে” [ (মনু,২/১৪৫) অর্থাৎ “দশজন উপাধ্যায় (ব্রাহ্মণ) অপেক্ষা একজন আচার্য্যরে গৌরব অধিক, একশত আচার্য্যরে গৌরব অপেক্ষা পিতার গৌরব অধিকতর; সর্বোপরি, সহস্য পিতা অপেক্ষা মাতা সম্মানার্হ।” আল কুরআনে বলা হয়েছে আমি মানুষকে তাদের পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করার জোর নির্দেশ দিয়েছি। যদি তারা তোমাকে আমার সাথে এমন কিছু শরীক করার জোর প্রচেষ্টা চালায়, যার সম্পর্কে তোমার কোন জ্ঞান নেই, তবে তাদের আনুগত্য করো না। আমারই দিকে তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর আমি তোমাদেরকে বলে দেব যা কিছু তোমরা করতে। একটি হাদীসে ইসলামের নবী ও রাসূল হযরত মুহাম্মদ (স.) বলেছেন, মাতার পদতলে সন্তানের বেহেশত (স্বর্গ)। তাছাড়া একটি হাদীসে আছে তা হল মাকে তিন বার সেবা করার পর বাবাকে এক বার সেবা করা। (উৎস: উইকিপিডিয়া)

ডব্লিউএইচও এর তথ্য মতে, ২০১৭ সালে সারাবিশ্বে গর্ভধারণ ও শিশু জন্মদান সংক্রান্ত কারণে অর্থাৎ মা হতে যেয়ে ২,৯৫,৫০০ জন নারী মৃত্যু বরণ করেণ। ওয়াল্ড ব্যাংকের ২০১৭ সালের ডাটা অনুযায়ী বাংলাদেশে প্রতি লক্ষ শিশু জন্মদানের সময় ১৭৩ জন নারী (মা) মৃত্যুকে আলিঙ্গন করেন। পত্রিকার খবর অনুযায়ী এ সূচকে বাংলাদেশ বর্তমানে উন্নত করেছে। উক্ত তথ্যানুযায়ী সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ৮২৯ জন (মা) এবং কানাডাতে ১০ (মা) জন মৃত্যু বরণ করেন।

এতকিছু লেখার কারণ আজ মা দিবস এজন্য। বছরের ৩৬৫ দিনের মধ্যে একটি দিন মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস হিসেবে পালিত হয়। কোন দিবসের সাথে অর্থনীতির সম্পর্ক থাকবে না তা কি হয়। পশ্চিমা বিশ্বে মা দিবসের উপহার হিসেবে সাদা কার্নেশন ফুল খুব জনপ্রিয়। আর বাণিজ্যিকভাবে মা দিবস বিশ্বের তৃতীয় বৃহত্তম কার্ড আদান-প্রদানের দিবস। সে যাইহোক, মা তো মা-ই। পৃথীবিতে সর্বাপেক্ষা নিরাপত্তার, আস্থার, ভালোবাসার, আবদারের, স্বাধীনতার, শান্তির, অনুভুতির জায়গা হলো মা। মহান সৃষ্টিকর্তা মা-কে অফুরন্ত শান্তিতে রাখুন।

লেখকঃ ডেপুটি ডিরেক্টর, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

সালমা রিয়া

ফিচার রাইটার

Related Posts

  • জুলাই ১৩, ২০২৩
  • 132 views
অমরত্বের পথে সাকিব আল হাসান

অমরত্বের পথে সাকিব আল হাসান। শিরোনাম দেখে অনেকেই অবাক হতে পারেন না হওয়ারও কোন কারণে নেই। বাংলাদেশি কোন ক্রিকেটার অমরত্ব লাভ করার মত…

Read more

  • জুলাই ৯, ২০২৩
  • 63 views
মাননীয় প্রধানমন্ত্রী ক্রিকেট ও ফুটবলের কল্যাণে আপনার হস্তক্ষেপ কামনা করছি

দিন রাত যিনি দেশের মানুষের কথা ভাবেন তিনি ক্রিকেটারদের মনের ব্যাথা বুঝবেন না তাই কি হয়? মাননীয় প্রধানমন্ত্রী ঠিকই বুঝেছেন এবং দেশের মানুষের…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট