Site icon bdnewstracker.com

মাহবুবুর রহমানের নতুন ছড়া গান ‘পল্লী শিশু’

সৃষ্টিশীল কবি ও লেখক মাহবুবুর রহমানের নতুন ছড়া গান প্রকাশিত হয়েছে। পল্লী শিশু নামক ছড়া গানটি বিডিনিউজ ট্র্যাকারের সাহিত্য বিভাগে প্রথম প্রকাশিত হয়। পল্লী শিশুদের জীবন-যাপন নিয়ে দারুণ সব  উপলব্ধি থেকেই কবি এই ছড়া গানটি লিখেছেন।

   পল্লী শিশু
মাহবুবুর রহমান


আকাশজুড়ে তারারা সব জ্বলছে মিটিমিটি
জোনাকিরা এদিক ওদিক করছে ছোটাছুটি।
বাচ্চারা সব করছে খেলা চাঁদের আলোয়,
মায়েরা সারছে রাতের পাক মাটির চুলোয়।

রাত্রিজুড়ে খোকা-খুকী ঘুমোয় মায়ের বুকে
রাজা-রানী, দৈত্য-দানব আসে স্বপ্ন যোগে।
এই হাসছে, এই কাঁদছে স্বপ্নের আঁকেবাঁকে,
এই দেখে মা-বাবা সব পুলকে নিশি জাগে।

রাত্রি পোহায় সূর্য উঠে দিগন্ত মাঠ ঝিল বিলে
দশদিক আলোড়িত খোকা-খুকীর হিল্লোলে।
বেলা গড়ায় সন্ধ্যা নামে পল্লী মায়ের অঞ্চলে,
সব শিশুরা ঘরে ফিরে সাথে মিনি তুলতুলে।

 

Exit mobile version