সৃষ্টিশীল কবি ও লেখক মাহবুবুর রহমানের নতুন কবিতা প্রকাশিত হয়েছে। মানুষের ঋণ নামক কবিতাটি বিডিনিউজ ট্র্যাকারের সাহিত্য বিভাগেই প্রথম প্রকাশিত হয়। মানব জীবন নানা কারণেই মানুষের প্রতি ঋণী হয়ে পরে- সেই উপলব্ধি থেকেই কবি এই কবিতাটি লিখেছেন।
মানুষের ঋণ
– মাহবুবুর রহমান
কিছু কিছু সুহৃদ আছে যারা সবাইকে ভালোবাসে
হৃদয়ের ভেলায় চড়ে তাঁরা হৃদয়েরই কাছে আসে,
পরকে বাঁধে তাঁরা ভালোবাসার বিশুদ্ধ সুতো দিয়ে
সব মানুষের মাঝে বাঁচে তাঁরা হৃদয়ে আসন নিয়ে;
জাতপাত নির্বিচারে সকল মানুষকেই ভালোবাসে
এমন সব মানুষের কাছে আমাদের যে ঋণ আছে,
শিখেছি তাঁদেরই কাছে কীভাবে প্রকৃত মানুষ বাঁচে
গড়ার চেষ্টা যে করেছি সদা নিজেদের তাঁদের ছাঁচে;
অনেক ঋণদায় পড়েছে জমা জীবনের বাঁকে বাঁকে
শুধতে হবে এই মানবিক ঋণ মানুষেরে ভালোবেসে;
মানুষের জীবন হারিয়ে যায় সময়েরই ফাঁকে ফাঁকে
মানুষ তো তাঁদেরই বলি যাঁদের মানুষের হৃদয় আছে,
সব ভালবাসার বাঁধনেই অনেক মানবিক ঋণ থাকে
মানুষেরে ভালোবাসায় মানবিক ঋণদায় যায় চোকে।