Site icon bdnewstracker.com

মালয়েশিয়া যেতে ইচ্ছুকদের জন্য ৬৮ মেডিক্যাল সেন্টারের নাম প্রকাশ

মালয়েশিয়া যেতে ইচ্ছুকদের জন্য সরকার ৬৮ মেডিক্যাল সেন্টারের তালিকা  প্রকাশ করেছে। গত ২৪শে জুলাই ২০২২ তারিখ প্রকাশ করে মালয়েশিয়া শ্রম মন্ত্রনালয়। শধুমাত্র অনুমোদিত ঐসকল মেডিকেল সেন্টার থেকে মেডিক্যাল করেই মালয়েশিয়া যাওয়া যাবে। ইতোমধ্যে মেডিকেল করা শুরু হয়ে গেছে। বর্তমানে প্রত্যেক মেডিকেল সেন্টার ৭ হাজার টাকা করে নিচ্ছে।

যে ৬৮ মেডিক্যাল সেন্টার থেকে মেডিক্যাল করা যাবে তালিকা দেখুন পিডিএফ থেকে >> ৬৮ মেডিক্যাল সেন্টার তালিকা

 

Exit mobile version