‘মাউন্ট মঙ্গানুইয়ে নতুন ইতিহাস গড়ার কাছাকাছি বাংলাদেশ

0
18

নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে জ্বলে উঠেছেন ইবাদত হোসেন। তার দুর্দান্ত বোলিংয়ে প্রথম টেস্টে ভালো অবস্থানে থেকে চতুর্থ দিন পার করেছে টিম বাংলাদেশ। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৩২৮ রানের জবাবে রেকর্ড গড়ে ৪৫৮ রান করে ১৩০ রানের লিড পায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ইবাদতের বোলিং তোপে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে ১৭ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ করে স্বাগতিকরা। বাংলাদেশ এখন নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টেস্ট জয়ের দ্বারপ্রান্তে।

চতুর্থ দিনের খেলা শেষে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের টুইট, ‌‘মাউন্ট মঙ্গানুইয়ে নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে। এটা হবে বাংলাদেশের জন্য বিরাট এক ব্যাপার। ব্যাটিংটা তারা দৃঢ়তার সঙ্গেই করেছে। এখন তারা পেস বোলিং দিয়ে জয়ের পথে এগিয়ে যাচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here