মহানবী (স.) নিয়ে কটুক্তির প্রতিবাদে কুলিয়ারচরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। কিশোরগঞ্জের কুলিয়ারচরে, ভারতের উগ্র সাম্প্রদায়িক বিজেপির মুখ্যপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দাল প্রাণের স্পন্দন মহানবী হযরত মুহাম্মদ (স.) এবং উম্মাহাতুল মুমিনীন আয়েশা সিদ্দিকা(রা.) কে নিয়ে চরম অশ্লীল ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে, প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১০ জুন) জুম্মাবাদ দুপুর ২টার সময় উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষীপুর বাজার কেন্দ্রীয় জামেমসজিদ প্রাঙ্গণে আগরপুর – পোড়াদিয়া সড়কে, প্রধান উদ্যোক্তা আসিফ ইকবাল প্রিন্স ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন সর্বস্থরের জনগণের আয়োজনে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লক্ষীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব মুফতি এমরান হোসাইন এর সভাপতিত্বে স্থানীয় উলামায়ে কেরাম গণ বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে, মুসল্লিরা সমাবেশ স্থলে জড়ো হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অবসরে প্রাপ্ত মেজর মোঃ নুরুল ইসলাম, মোঃ আক্কেল মেম্বার, মোঃ জাহাঙ্গীর, এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ, বাজার ব্যবসায়ী বৃন্দ সহ স্থানীয় উলামায়ে কেরাম গণ ও সাধারণ মুসল্লি বৃন্দ উপস্থিত ছিলেন।
can you buy priligy in usa Goss PE, et al, National Cancer Institute of Canada Clinical Trials Group MA
Carrot might cause skin yellowing if eaten in large amounts priligy medication placebo, total heart failure hospitalization joint frailty model HR 0
can i get cytotec no prescription The usual dose of oral Doxycycline Acnedox LB is 200 mg on the first day of treatment administered 100 mg every 12 hours, followed by a maintenance dose of 100 mg daily