ইতোমধ্যে করোনার ৩ টা ঢেউ দেখেছে বিশ্ব। সেই ৩ ঢেউ যতটা বিপজ্জনক ছিলো ৪র্থ ঢেউ সেই ৩ সম্মিলিত ঢেউয়ের চেয়েও বিপজ্জনক হতে চলেছে। ভ্যাকসিন কোন কাজেই আসছে না। আগের ৩ ঢেউয়ের তুলনায় ৪র্থ ঢেউ কতটা বিপজ্জনক তা বুঝাতে আগের ৩ ঢেউ যদি ঘুর্নিঝড় কিংবা সাইক্লোন হয়ে থাকে তাহলে প্রত্যাগত ৪র্থ ঢেউ হতে চলেছে সুনামির মত ভয়ংকর।
অরেকটু ক্লিয়ার করে দেই তথ্য পরিসংখ্যান দিয়ে। প্রথম ৩ ঢেউয়ের প্রতি ঢেউয়ে প্রতিদিন বিশ্বে গড়ে মানুষ আক্রান্ত হতো ৫-৭ লাখ করে। সেখানে ৪র্থ ঢেউয়ে গত ৭ দিনে গড়ে আক্রান্ত হচ্ছেন ২৫-২৭ লাখ মানুষ! এবার নিশ্চয়ই বুঝে গেঝেন কি হতে যাচ্ছে! জানি না ভাগ্যে কি লেখা আছে। দুনিয়াতে আমার কোন চাওয়া পাওয়া নাই। বলতে গেলে দুনিয়া দেখা শেষ।
দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষকে হারিয়ে আমার আশা আকাঙ্খার প্রদীপ নিভে গেছে। তাঁরপরও দুনিয়াতে যারা অনেক কিছু করেছেন এবং আরও অনেক কিছু করতে চান – সাবধানে থাকবেন। সম্ভবত করোনার চূড়ান্ত ঢেউ আসতেছে। ভ্যাকসিনেশন বাধা হতে পারেনি সেই ঢেউ থামাতে। যার অর্থ আমাদের হাতে এখন ইমিউনিটি বুস্ট আপের জন্য ব্যায়াম করা আর নিয়ম মেনে চলা ছাড়া আর কোনকিছুই হাতে নাই।