টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও সর্বশেষ ম্যাচে খেলেছেন ৭৩ রানের ইনিংস। তাতে লিটন এগিয়েছেন ৯ ধাপ, উঠে এসেছেন ২২ নম্বরে। মোস্তাফিজুর রহমানের ফর্ম নিয়ে আলোচনা থাকলেও টি-টোয়েন্টি সিরিজে পারফর্ম করেছেন মোস্তাফিজ।
সর্বশেষ টি-টোয়েন্টিতে তাঁর ১৪ রান দিয়ে নেওয়া ১ উইকেটের স্পেল ইংল্যান্ডের জন্য জয়ের সমীকরণ কঠিন করেছিল। তাতে ১৬ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের ২০তম অবস্থানে উঠে এসেছেন মোস্তাফিজ। ৯ ধাপ এগিয়ে সাকিব আছেন ২৪ নম্বরে। তাসকিন এগিয়েছেন ৭ ধাপ, আছেন ৪১ নম্বরে। হাসান মাহমুদ আছেন ৪৭তম স্থানে। টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের সর্বশেষ টেস্টে সেঞ্চুরি করে ১২০৫ দিনের খরা কাটিয়েছিলেন বিরাট কোহলি। সেই সেঞ্চুরিতে টেস্টে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন কোহলি। টেস্টে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে আছেন মারনাস লাবুশেন।