সংখ্যা দিয়ে কিংবা ওয়ার্ল্ডোমিটারের স্ট্যাট দিয়ে ভারতের গণবিপর্যয়কে মাপা যাবে না। ৩ দিন আগে প্রথম যেদিন শনাক্তের সংখ্যা সাড়ে তিন লক্ষ ছোঁয় সেদিন ভারত টেস্ট করিয়েছিলো রেকর্ড ২২ লক্ষ! আজ শনাক্তের সংখ্যা রেকর্ড ৩৬৩ হাজার অথচ টেস্ট করিয়েছে ১৭ লক্ষ! যার অর্থ ২২ লক্ষ টেস্ট করানো গেলে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়ে যেত!
ভাবা যায়? কতটা ভয়াবহতার মধ্য দিয়ে যাচ্ছে ভারত? ভারত ১ দিনে সর্বোচ্চ ২২ লক্ষ টেস্ট করাতে পারলেও বাংলাদেশ ১ দিনে মাত্র ২৭ হাজার টেস্ট করাতে পেরেছে!
বাংলাদেশের যদি শুরু থেকে টেস্টিং এবিলিটিটা ভালো থাকতো তাহলে করোনা যুদ্ধে বিশ্বের অন্যতম সফল দেশের তালিকায় আমাদের নাম থাকত। সরকারকে দোষ দিয়ে লাভ নাই। স্বাস্থ্য খাত ১ দিনে নষ্ট হয় নাই। গত ৩০ বছর ধরে তিলে তিলে স্বাস্থ্যখাত ধ্বংস হয়ে গেছে। অর্থনৈতিক ভাবে সাবলম্বী একটা দেশের কেন টেস্টিং এবিলিটি উগান্ডা, কেনিয়া, নেপালের চেয়েও কম হবে? এর উত্তর কি স্বাস্থ্যমন্ত্রী কিংবা স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি সাহেব দিতে পারবেন?