ভারতীয় পেসাররা কাটার শিখতে চেয়েছেন মুস্তাফিজের কাছে

0
51

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমান খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। মাঝপথে টুর্নামেন্টটি স্থগিত হওয়ার আগে দলটির পেস বিভাগের সবচেয়ে বড় ভরসার নামও ছিলেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুস্তাফিজের একটি ইন্টারভিউ প্রকাশ করেছে রাজস্থান।

সেখানে তিনি জানিয়েছেন, তার কাছে কাটার শিখতে চেয়েছেন ভারতীয় তরুণরা। ৭ ম্যাচ খেলে এবারের আইপিএলে আট উইকেট নিয়েছেন মুস্তাফিজ। তবে সবাইকে মুগ্ধ করেছেন নিজের কাটার-স্লোয়ার ও ইয়র্কারে। ‍বাংলাদেশি পেস তারকার এসব অস্ত্র নিয়ে আগ্রহ আছে ভারতীয় তরুণদেরও।

মুস্তাফিজ বলেন, ‘ওদের শেখার আগ্রহটা খুব বেশি, এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। তারা আমার কাছে শোনে যে আমি কীভাবে কাটার মারি বা ইয়র্কারটা ভালোভাবে করি। তারা আরও কিছু জানতে চায়। আমি তাদের কাছে আমার মতো করে বলি, তারাও আমার কথা শুনে সেভাবে চেষ্টা করে।’

এবারই প্রথম আইপিএলে রাজস্থানের হয়ে খেলেছেন মুস্তাফিজ। নতুন দলে মানিয়ে নিতে তার কোনো সমস্যা হয়নি বলে জানান তিনি, ‘আমি যখন এখানে এসেছি, আমার মনেই হয়নি যে নতুন ক্লাবে এসেছি। দলের সবাই খেলোয়াড়, কোচিং স্টাফরা আমাকে ভালোভাবে গ্রহণ করেছে। দারুণ সময় কেটেছে, সবাই অনেক ভালো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here