ভয়াল নদী সন্ধ্যা
আমিনুর রহমান নূর
নদীর কুলে ভাঙ্গল কোলে বাড়ি মোগ,মোরা কি পাই ভয়।
মোন্ডা মোগ বড় বিশাল নদীর বাকের ন্যায় ।
ছোট বেলায় বড় হইছি স্রোতোর খড়া দেখে।
ভয় কী পাই এই শহরের ভাঙ্গা গড়া দেখে।
নদীর কুলে ভাঙ্গল কোলে বাড়ি মোগ,মোরা কি পাই ভয়।
মোন্ডা মোগ বড় বিশাল নদীর বাকের ন্যায় ।
সন্ধ্যা নদীর পাড়ে বাড়ি মোগ,দেখছি কত বালু চর।
টগরা দিয়া সাজাইছি কত ছোট বেলার ঘর।
নদীর বাঁকে ভাঙ্গল কুলে দেখছি কত ঘর।
স্রোতর টানে চোখের পানে বিলিন হয়েছে নদীর বুকে।
দেখছি কতো জেলের নৌকা হারিয়ে গেছ নদীর বুকে।
দেখছি কতো মায়ের কান্না নীর হারায়ে নদীর তীরে।
সন্ধ্যা নদীর কল কল স্রোতে ভাঙ্গা গড়ার খেলায় কত যে রুপ সাজে।
নদীর কুলে ভাঙ্গল কুলে বাড়ি মোগ মোরা কি পাই ভয়।
মোন্ডা মোগ বড় বিশাল নদীর বাকের ন্যায়।