সবুজ এইচ সরকার: সিরাজগঞ্জে নব নির্মিত মসজিদ নির্মাণ কাজের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এলাকাবাসীর।সরেজমিনে গিয়ে জানা যায়, গত সোমবার (০৪ মার্চ) জেলার কামারখন্দ উপজেলার ১নং ভদ্রঘাট ইউনিয়নের নুরনগর পশ্চিমপাড়া নবনির্মিত ৩য় তলা বিশিষ্ট বায়তুল নুর জামে মসজিদ এর ১ম তলার কাজ ৭০% কাজ শেষ হওয়ার পর চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জের ধরে মসজিদ নির্মাণ কাজে মো: সুলতান এর স্ত্রী মোছা: অাঙ্গুরী সহ আল-আমীন ও পুলিশ সদস্য জাহাঙ্গীর এর বিরুদ্ধে অভিযোগ তুলেছে এলাকাবাসী।মসজিদ কমিটির সভাপতি মন্টু সেখ বলেন, মসজিদের যে বর্তমান জায়গা আছে সেই জায়গাটি সরু থাকার কারনে আমরা মসজিদ নির্মাণের কাজ শুরু করতে পারছিলাম না। তবে এই জায়গাটি রাস্তা সহ ক্রয় করেছি মসজিদের নামে। আল-আমীন ও জাহাঙ্গীর মসজিদের নামে তাদের পার্শ্ববর্তী জমি থেকে ২ শতক জায়গা বিক্রয় করতে চেয়েছিল। এই জন্য আমরা রাস্তার পেচ দিয়ে মসজিদ নির্মাণ কাজ শুরু করি। যখন ২ শতক জমি বিক্রয় বা দান করবে তখন সেই জায়গা দিয়ে রাস্তা বের করবো। কিন্তু মসজিদের কাজ শেষ মুহূর্তে জায়গা বিক্রয় করতে অনিচ্ছুক হয় এমনকি দান করার কথা দিলেও সেটা অস্বীকার করে । এখন তাদের পারিবারিক সুবিধার্থে মসজিদের কাজে বাঁধা সৃষ্টি করে।তার ছেলে পুলিশ সদস্য জাহাঙ্গীর ও নুরনগর প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী আল-আমীন অভিযোগ অস্বীকার করে প্রতিবেদক কে জানান, আমার মা মসজিদ নির্মাণ বাধা দেয় নাই। আমাদের পাড়ার একটি মাত্র রাস্তা দিয়ে সবাই চলাচল করি। কিন্তু সেই রাস্তার মাঝ বরাবর মসজিদ নির্মাণের জন্য আমাদের চলাচল অসুবিধা হয়েছে মোটরসাইকেল বা ভ্যান যেতে পারে না। এতে আমরা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও মসজিদ কমিটির সদস্যরা চক্রান্ত করে রাস্তার মধ্যে কংক্রিটের প্রাচীর নির্মাণ করে যেন আমরা রাস্তা দিয়ে হাটতে না পারি। সেই প্রাচীর ভেঙে দিয়েছে কিন্তু মসজিদের একটা ইটও ছোঁয় নাই। তবে আমরা মসজিদের নামে জায়গা বিক্রি বা দান না করায় এরকম চাপ সৃষ্টি করেছে স্থানীয়রা।