ব্যাট হাতে সাকিবের কাউন্টার অ্যাটাকে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

0
18

সেঞ্চুরিয়নে টাইগারদের শুরুটা টেস্ট মেজাজে হলেও মাঝের ২৫ থেকে ৪০ এই ১৫ ওভারে টি২০ মেজাজে ব্যাট করেন সাকিব আল হাসান।  কারণটাও অনুমেয়। প্রথম ২৬ ওভারে ১০০ রান মোটেও বড় স্কোরের ইঙ্গিত দিচ্ছিলো না। ফলে কাউন্টার অ্যাটাকে যান সাকিব আল হাসান।

দক্ষিণ আফ্রিকার মাটিতে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ ৯৩ রানের জুটি ছিল। তামিম-লিটন আজ ওপেনিং জুটি থেকে ৯৫ রান করে সেটি ভেঙে দেন। সেই রেকর্ড আর থাকলো না। চতুর্থ উইকেটে সেটি ভেঙে দেন সাকিব-ইয়াসির। দুজনে প্রোটিয়াদের মাটিতে প্রথমবারের মতো শতরানের জুটি গড়েন। সাকিবের আউটে সেই জুটি থামে মাত্র ৮২ বলে ১১৫ রানে। সাকিব আউটের পর প্রথম ফিফটি করা ইয়াসিরও টিকেননি। রাবাদার করা ৪৩তম ওভারের প্রথম বলে তার হাতেই ক্যাচ দেন। ৪ চার ও ২ ছয়ে ৪৪ বলে ৫০ রান করেন ইয়াসির। ক্রিজে এখন মাহমুদউল্লাহ রিয়াদ-আফিফ হোসেন।


বাংলাদেশ: ২৭৮/৪ (৪৭ ওভার)


লুঙ্গি এনগিডির ৪২তম ওভারের চতুর্থ স্কয়ার লেগে খেলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পান ইয়াসির আলী। মাত্র ৪৩ বলে ফিফটি করেন ইয়াসির। পরের ফুলটস বল মিস করে এলবিডব্লিউ হন সাকিব। ৬৪ বলে ৭ চার ৩ ছয়ে ৭৭ রান করেন সাকিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here