বৈশাখের অঙ্গীকার
– প্রিতময় সেন
ভালো থাকুক প্রতিটি মানব
ভালো হোক তাদের চিন্তাধারা,
সৃজনশীল হোক তাদের জ্ঞান
বুঝতে শিখুক ভালো – খারাপ।
ধনী ব্যক্তির উঁচু আসন
গরিবের জায়গা মাটিই,
কেন এই কঠিন নিয়ম
রক্তে -মাংসেতো সবাই একি….।
জাত- ধর্ম সব ভুলে
থাকবো সবাই একি সাথে,
পক্ষপাতিত্ব বন্ধ হলে
সমাজ ভাসবে শান্তির স্রোতে।
নতুন বছর, নতুন ভাবে
অঙ্গীকার থাকুক এই হয়ে,
সব ভেদাভেদ ভুলে গিয়ে
থাকবো সবাই মিলেমিশে।
কবিতা : বৈশাখের অঙ্গীকার
লেখক: প্রিতময় সেন, খাগড়াছড়ি।