আগামী রবিবার ১০ সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আত্মহত্যা প্রতিরোধে জনপ্রিয় সংগঠন এন্টি সুইসাইডাল স্কোয়াডের বিশেষ আয়োজন ফেসবুক লাইভ টকশো “কেন এত আত্মহত্যা”। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কলামিস্ট জোবাইদা নাসরীন।আঁচল ফাউন্ডেশনের হেড অব রিসার্চ ফারজানা আক্তার লাবনী,সরকারি প্রশাসনের কাজে নিয়োজিত জাহিদুল শামিম ও স্কোয়াডের উপদেষ্টা ও মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা তাসমিনা জেবিন (ফ্লোরা)।অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে থাকবেন এন্টি সুইসাইডাল স্কোয়াডের প্রতিষ্ঠাতা কলামিস্ট ও নাট্যকার কাবিল সাদি। ফেসবুক লাইভ টকশোটি অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর রাত ৯ টায় এন্টি সুইসাইডাল স্কোয়াডের ফেসবুক পেইজে।মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত থাকবে সংবাদ মাধ্যম বিডিনিউজ ট্র্যাকার।
পেইজ লিংক নিচে দেয়া হলো-
Anti-Suicidal squad
সম্পাদনাঃ ডেস্ক