বিশ্বকাপ ফুটবলের টুকিটাকি

0
33

আপনি কি জানেন?

১৯৩০ এবং ১৯৫০ সালের পর কখনই অল লাতিন আমেরিকান ফাইনাল হয় নি বিশ্বকাপ ফুটবলে। কিন্ত অল ইউরোপিয়ান ফাইনাল হয়েছে ৮ বার! ইউরোপের দেশ যেখানে ২৮ বার ফাইনাল খেলেছে সেখানে লাতিন আমেরিকার দেশগুলো ফাইনালে খেলেছে মাত্র ১৪ বার!

একবিংশ শতব্দাীতে লাতিন আমেরিকার রেকর্ড আরও খারাপ। মাত্র ১ বার শিরোপা জিতেছে তারা। ২০ বছর আগে এশিয়ার মাটি থেকে শিরোপা জেতার পর আর কোন শিরোপা লাতিনদের ঘরে যায়নি।

কাতারে কি অপেক্ষা করছে?
আরও একটি অল-ইউরোপিয়ান ফাইনাল?
নাকি লাতিন-ইউরোপিয়ান ফাইনাল?
লাতিন-ইউরোপিয়ান মানেই হয় আর্জেন্টিনা নয় ব্রাজিল কেউ না কেউ ফাইনালে খেলবে। বাকি দল গুলোর মধ্যে কেবল উরুগুয়ে সেমি পর্যন্ত যাবার ক্ষমতা রাখে।

যাহোক এশিয়াতে লাতিন আমিরিকার সমর্থন বেশি। আশা করবো লাতিন আমেরিকার কোন দেশ শিরোপা জিতবে। ইউরোপিয়ানদের আধিপাত্য কমুক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here