বিশ্বকাপের জন্য জীবনের সেরা প্রস্তুতিটাই নেবেন মার্টিনেজ

  • প্রকাশিতঃ ২১ জুন ২০২২ ২:৩৬ অপরাহ্ণ

কোপা আমেরিকার সেরা গোলরক্ষক হয়েছিলেন তিনি। এমিলিয়ানো মার্টিনেজের চোখ এবার আরও বড় কিছুতে। সপ্তাহ দুয়েক আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপের সেরা হতে চান তিনি। এবার জানালেন সেটা অর্জনের পথটাও। জানালেন বিশ্বকাপের জন্য এমন প্রস্তুতি নেবেন তিনি, যেমন করে আর কখনোই প্রস্তুতি নেননি তিনি, জীবনের সেরা প্রস্তুতিটা নিয়েই মাঠে নামবেন তিনি।

বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র ৫ মাস। তবে চলতি বছর বিশ্বকাপটা নভেম্বরে হওয়ায় খেলোয়াড়দের প্রস্তুতির পদ্ধতি কিছুটা বদলে যাচ্ছে এবার। আর সব বার মৌসুমের শেষে হতো বিশ্বকাপ। মৌসুম শেষে বিশ্বকাপের জন্য প্রায় মাসখানেকের মতো সময় পেতেন ফুটবলাররা। এবার তা পাচ্ছেন না তারা।

এমি মার্টিনেজ জানালেন এরই ফাঁকে কীভাবে নিজেকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করবেন। তিনি বলেন, ‘সেদিন করদোবায় বন্ধুদের সঙ্গে বসে যখন মাটে খাচ্ছিলাম, তখন আমাদের মনে হলো, বিশ্বকাপের তো আর খুব বেশি সময় বাকি নেই! কিন্তু বাস্তবতাটা হচ্ছে এখনো অনেক কিছু বাকি। একটা পুরো প্রাক মৌসুম পড়ে আছে, প্রিমিয়ার লিগের অনেক ম্যাচ আছে তিন দিনের ব্যবধানে; তবে আমি বলতে পারি, জীবনে কখনো যেমন প্রস্তুতি নেইনি, তেমন প্রস্তুতি নেব আমি।’

মৌসুম শেষে এখন খেলয়াড়রা আছে ছুটিতে। সেই ছুটি কাটানোর অংশ হিসেবেই আর্জেন্টিনা দলের সবাই দেখা করবে স্পেনের ইবিজা সৈকতে। মার্টিনেজের মতে, এটা দলকে আরও ঐক্যবদ্ধ করে, ‘এটা একটা পরিবার। আমরা ইবিজায় একত্রিত হব, সেখানে আমরা ছবিও তুলব। সব সতীর্থের পরিবারের সঙ্গে মিলিত হওয়া, বারবিকিউ করা, উদযাপন করাটা ভালো। এটা আমাদের আরও ঐক্যবদ্ধ করে, দলকেও সাহায্য করে।’
চলতি মাসে ইউরোপসেরা ইতালির বিপক্ষে জিতে ফিনালিসিমা শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। সে জয় দলকে আরও উজ্জীবিত করেছে বলে অভিমত মার্টিনেজের। তার ভাষ্য, ‘যখন আমরা দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের সিংহাসনে বসেছিলাম, তখন লোকে বলেছিল যে আমাদের ইউরোপীয় প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। আমরা এরপর ইতালির বিপক্ষে খেললাম, যারা ইউরোপের চ্যাম্পিয়ন, যেভাবে আমরা তাদের হারিয়েছি, সেটা আমাদের আরও বেশি উজ্জীবিত করে তুলেছে।

দলে লিওনেল মেসির থাকাটাকে বাড়তি সুবিধা হিসেবে দেখছেন মার্টিনেজ। তার কথায়, ‘আর্জেন্টিনা ফুটবলটা বেশ ভালো খেলে, আমরা সবাই প্রায় কাছাকাছি মানের। তবে আমাদের দলে একজন লিওনেল মেসি আছে, যে পার্থক্য গড়ে দেয়। যার ফলে আমাদের কোনো দুর্বলতা নেই।’

দলের কোচ লিওনেল স্ক্যালোনি দলকে অপরাজিত রেখেছেন প্রায় তিন বছর ধরে। জিতিয়েছেন কোপা আমেরিকা শিরোপা। তবু অভিজ্ঞতার অভাবে তাকে নিয়ে এখনো কিছু সন্দেহ রয়েই গেছে বিশেষজ্ঞদের। তবে মার্টিনেজ একে বড় করে দেখলেন না, ‘ স্ক্যালোনিকে দেখে আমি খুব একটা অবাক হইনি। সবাই বলতে পারে আপনার অভিজ্ঞতার দরকার, কিন্তু আপনি যদি ভালো হয়ে থাকেন, আপনি ভালোই, এতে অভিজ্ঞতার কিছু করার নেই। তিনি যা করেছেন, বিশ্বের খুব কম কোচই আছেন যারা এমন কিছু করতে পারেন।’

বিডিনিউজ ট্র্যাকার

সম্পাদনাঃ ডেস্ক

Related Posts

  • জানুয়ারি ১৭, ২০২৫
শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

লাহোর ফোর্টে অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। সোমবার (১৩ জানুয়ারি) ড্রাফট থেকে টাইগার পেসার নাহিদ রানাকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি। প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে

  • জানুয়ারি ৭, ২০২৫
রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছ্বি । পিএলে চলছে রানের উৎসব। আরও স্পষ্ট করে বললে চার-ছক্কার বৃষ্টি হচ্ছে এবারের বিপিএলে। উইকেটের মান যেমন বেড়েছে, তেমনি বাউন্ডারির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করলো সংস্কার কমিশন

র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করলো সংস্কার কমিশন

৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রার্থীর বয়স ২১ করার সুপারিশ

৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, প্রার্থীর বয়স ২১ করার সুপারিশ

৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন

রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

রানে ফিরেই তামিম বললেন বাউন্ডারি ছোট হয়ে গেছে

বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের

বিমানবন্দরেই দেখা হবে মা-ছেলের