বিশেষ বিসিএসে প্রায় অর্ধেকই বিবাহিত, সাধারণে এগিয়ে অবিবাহিতরা

  • প্রকাশিতঃ
  • ৫ এপ্রিল, ২০২২ ১২:৩৭ অপরাহ্ণ
পিএসসির বার্ষিক প্রতিবেদনটি সম্প্রতি রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছে পিএসসি। গতকাল রোববার প্রতিবেদনটি জাতীয় সংসদেও উপস্থাপন করা হয়েছে। পিএসসির মাধ্যমেই সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণির (বর্তমানে চাকরির পরিচয় শ্রেণিপ্রথার পরিবর্তে গ্রেডভিত্তিক) নিয়োগগুলো হয়ে থাকে।

পিএসসির ২০২১ সালের বার্ষিক এই প্রতিবেদনে ৩৬তম বিসিএস থেকে ৪২তম বিসিএসে অংশ নেওয়া এবং সুপারিশ পাওয়া প্রার্থীদের বৈবাহিক অবস্থার তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। ৩৬তম, ৩৭তম ও ৩৮তম বিসিএস ছিল সাধারণ বিসিএস; যেখানে সব ক্যাডারে নিয়োগ দেওয়া হয়। আর ৩৯তম ও ৪২তম বিসিএস ছিল বিশেষ বিসিএস; যেখানে কেবল চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।

পিএসসির বার্ষিক প্রতিবেদনের তথ্য বলছে, ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ২০১৫ সালে। ওই বিসিএসে ২ হাজার ৩২৩ জনকে চাকরির জন্য সুপারিশ করেছিল পিএসসি, যাঁদের মধ্যে প্রায় ৮৬ শতাংশ অবিবাহিত। বাকিরা বিবাহিত।

৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০১৬ সালে। ওই বিসিএসে ১ হাজার ৩১৩ জনকে চাকরির জন্য সুপারিশ করেছিল পিএসসি। এর মধ্যে প্রায় ৮৫ শতাংশ ছিলেন অবিবাহিত। ২০১৭ সালের বিজ্ঞপ্তির মাধ্যমে হওয়া ৩৮তম বিসিএসে চাকরির জন্য সুপারিশ করা হয়েছিল ২ হাজার ২০৪ জনকে। এর মধ্যে প্রায় ৮৪ শতাংশ অবিবাহিত। ২০১৭ সালের বিজ্ঞপ্তির মাধ্যমে হওয়া ৩৯তম বিসিএস ছিল বিশেষ বিসিএস। এই বিসিএসে কেবল চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল। ওই বিসিএসে সাড়ে ৩৭ হাজারের মতো প্রার্থী আবেদন করেছিলেন। এরপর পরীক্ষার মাধ্যমে ৬ হাজার ৭৯২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। এর মধ্যে প্রায় ৪৪ শতাংশ বিবাহিত। বাকি ৫৬ শতাংশ অবিবাহিত।

এই বিসিএসে চাকরি পাওয়া একজন চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেল, তিনি প্রথমে দুটি সাধারণ বিসিএসে অংশ নিয়েছিলেন। পরে কয়েকটি বিসিএসে অংশ না নিয়ে ৩৯তম বিশেষ বিসিএসে অংশ নেন এবং চাকরি হয়। তাঁর মতে, বিবাহিত–অবিবাহিত বিষয় নয়, বয়সই মুখ্য।

উল্লেখ্য, সরকারি চাকরির সর্বোচ্চ বয়স ৩০ বছর হলেও বিশেষ বিসিএসে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

করোনা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ বিসিএসের (৪২তম) মাধ্যমে চিকিৎসক নিয়োগ দেয় সরকার। ২০২০ সালের বিজ্ঞপ্তির মাধ্যমে ওই বিসিএসে ৪ হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি, যাঁদের মধ্যে প্রায় ৪৬ শতাংশ বিবাহিত। এর মধ্যে প্রায় ২৭ শতাংশ নারী ও ১৯ শতাংশ পুরুষ। বাকি প্রার্থীরা অবিবাহিত। এই বিসিএসে চাকরি পাওয়া অর্ধেকই নারী।

বেশি চাকরি পাচ্ছেন ২৩ থেকে ২৭ বছর বয়সীরা

৪২তম বিসিএসে চাকরি পাওয়া প্রার্থীদের বয়সভিত্তিক পরিসংখ্যান তুলে ধরা হয়েছে পিএসসির ওই বার্ষিক প্রতিবেদনে। এতে দেখা যায়, চাকরির জন্য সুপারিশ করা প্রার্থীদের মধ্যে ৩৮ শতাংশের বেশি প্রার্থীর বয়স ২৫ থেকে ২৭ বছর। ২৭ দশমিক ৪৮ শতাংশের বয়স ২৩ থেকে ২৫ বছর। অর্থাৎ চাকরি পাওয়া প্রার্থীদের প্রায় ৬৬ শতাংশের বয়স ২৩ থেকে ২৭ বছরের মধ্যে। ২৭ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে চাকরি পাওয়ার হার ২০ শতাংশের মতো। -কার্টেসিঃ প্রথম আলো

  • বিডিনিউজ ট্র্যাকার

    সম্পাদনাঃ ডেস্ক

    Related Posts

    • ফেব্রুয়ারি ১১, ২০২৪
    • 247 views
    সিরাজগঞ্জে বিআইএমটি অধ্যক্ষের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগে বয়কট করলেন শিক্ষার্থীরা

    বার বার দুর্নীতি ও অনিয়ম বাগেরহাট ও ফরিদপুর থেকে বিতাড়িত অধ্যক্ষ সিরাজুল ইসলাম কে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) সিরাজগঞ্জে পদায়ন করায় বাংলাদেশ…

    Read more

    • মে ২, ২০২৩
    • 108 views
    ১৩৪ পদে নিয়োগ দেবে বিটিভি, আবেদন শুরু আজ

    সম্প্রতি স্থায়ী-অস্থায়ী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের সরকারি টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন। প্রতিষ্ঠানটি তাদের ৩১ ক্যাটাগরির পদে ১২ থেকে ২০তম গ্রেডে ১৩৪…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

    দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে ড. ইউনূস সরকার

    সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

    সংবাদ সম্মেলন করে ১০ দফা দাবি সাদপন্থিদের

    এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

    এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষ, নিহত ১

    দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

    দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলে পাকিস্তানের ইতিহাস

    বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

    বিসিএস তথ্য ক্যাডারের বঞ্চিতদের মানববন্ধন আজ

    বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

    বিকেলে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট