ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আটক করা হয়েছে। বুধবার রাজধানীর মতিঝিল শাপলা চত্বর থেকে তাকে আটক করে পুলিশ। সকালে দ্রব্যমূল্যের ঊর্ধগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণের সময় তাকে আটক করা হয়। ইশরাক হোসেনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, লিফলেট বিতরণের সময় মতিঝিল এলাকা থেকে ইশরাক হোসেনকে নিয়ে গেছে পুলিশ। শুনেছি মতিঝিল থানায় আছেন। তবে তাকে আটক করা হয়েছে কিনা এ বিষয়ে পুলিশের বক্তব্য জানতে পারিনি।
উল্লেখ্য, ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য। দলটির ঢাকা মহানগরীর দক্ষিণের আহ্বায়ক কমিটির ১ নাম্বার সদস্যও তিনি। ইশরাক হোসেন অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন তিনি।
Specifically, P gp inhibition is associated with increased bioavailability of dabigatran generic priligy online 420 with no differences according to subgroups
cytotec online india Getting down to normal everyday work can feel a bit of relief and Gareth will feel that now