বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে স্থানীয় সময় বুধবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অষ্টম রাউন্ডের নিরাপত্তা সংলাপে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই আগ্রহের কথা জানানো হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্বে ছিলেন মাসুদ বিন মোমেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর্মস কন্ট্রোল অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি আন্ডার সেক্রেটারি বনি ডেনিস জেনকিনস।
উদ্বোধনী বক্তব্যে মাসুদ বিন মোমেন বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে তার অংশীদারিত্বকে গভীরভাবে মূল্যায়ন করে। এ সময় মার্কিন প্রতিনিধিদল বাংলাদেশের সঙ্গে সুদৃঢ় সম্পর্কের প্রশংসা করেছেন। তারা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সাফল্য ও নেতৃত্বের প্রশংসা করেছেন। এ ছাড়া বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে সহায়তা করতে ইচ্ছা প্রকাশ করেছেন।
দিনব্যাপী বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তাসহ সামরিক প্রশিক্ষণ, সমুদ্র নিরাপত্তা, প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তি, প্রতিরক্ষাব্যবস্থা ক্রয় ও সক্ষমতা উন্নয়ন, আঞ্চলিক সমস্যা যেমন— রোহিঙ্গা, ইন্দো-প্যাসিফিক এবং সন্ত্রাস দমন ও বেসামরিক নিরাপত্তা সহযোগিতার মতো ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের পক্ষ থেকে র্যা বের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং মার্কিন পক্ষকে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে সন্ত্রাস, সহিংস চরমপন্থা এবং আন্তর্জাতিক অপরাধের বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ে র্যা বের অগ্রণী ভূমিকা তুলে ধরা হয়। এছাড়া র্যা বের উপর নিষেধাজ্ঞা কতটা অযৌক্তিক তাও বিশদভাবে ব্যাখ্যা করা হয়। তবে এসব বিষয়ে দুপক্ষ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।
সবশেষে দুপক্ষ নিয়মিত যোগাযোগ রক্ষা এবং বিভিন্ন বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। পরবর্তী নিরাপত্তা সংলাপ আগামী বছর ঢাকায় অনুষ্ঠিত হবে।
Ramchandani M, Reddy DN, Gupta R, Lakhtakia S, Tandan M, Darisetty S, et al priligy generika dapoxetine 60mg
At this time, the physician could increase the dose by 50 with the study treatment remaining concealed, maintain the same strategy with the study treatment remaining concealed, or discontinue intravenous treatment and change to open label oral diuretics priligy 30mg price