বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

2
71

জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৮ম জাতীয় সম্মেলনের নির্বাচন পরিচালনা কমিটি প্রতিনিধিদের প্রস্তাবনায় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ৩দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দ্বিতীয় দিনেই এই কমিটি ঘোষণা করা হলো।

৪ ফেব্রুয়ারি-২০২৩ বাংলাদেশ শিশু একাডেমীতে আয়োজিত বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৮ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের প্রস্তাব ও সমর্থনের প্রেক্ষিতে ২০২৩-২০২৫ সালে মেয়াদের বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মিয়া মনসফ ও শেখ মনিরুজ্জামান লিটন।

উল্লেখ্য, সম্মেলনে কমিটি গঠন নিয়ে জটিলতা এড়াতে সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি এক সপ্তাহের মধ্যে উপদেষ্টামন্ডলীকে কমিটি গঠনের পরামর্শ দেন। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টমন্ডলী এক সপ্তাহের মধ্যে কমিটি গঠনে ব্যর্থ হলে সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটি সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের স্বাক্ষরে আবেদনের প্রেক্ষিতে আজ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

এ পর্যন্ত বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার ৮টি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। তম্মধ্যে ৪ টিতেই আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি

পরিচালক– মহিউদ্দিন মানু

সভাপতি- মিয়া মনসফ

সভাপতিমন্ডলীর সদস্য- সুনীল কুমার মালো, বাসুদেব মৈত্র, আবদুল লতিফ নুতন, ইয়াছিন মোহাম্মদ, সুসান আনোয়ার চৌধুরী, অভি চৌধুরী, হাসান হাফিজুর রহমান, আক্তারুজ্জামান মিথুন, ইকবাল হোসেন, এম এম কবীর আহমেদ, স্বপন সাহা, মোয়াজ্জেম হোসেন, অগ্নিরূদ্ধ দাশ টিটো, মঞ্জুর আলম (অর্থ), সাইফুল ইসলাম, সুরঞ্জিত দত্ত লিটু, জাফর আহেমদ ফারুক, মোঃ মনিরুজ্জামান শরীফ, ইঞ্জিনিয়ার গোলাম নওশের আলী, হামিদা আলম, জাফর ইকবাল, রহমত উল্লাহ সবুজ, ইসরাত জাহান সোনালী, রোমেজা আক্তার মাহিন, আলাল পারভেজ লুলু, আহসান হাবীব মনি, স্বপন কুমার বেপারী, তাপস রায়, শহীদুল হাসান, গাজী নূরুল আলম

সাধারণ সম্পাদক – শেখ মনিরুজ্জামান লিটন,

যুগ্ম সাধারণ সম্পাদক- সিকদার মাহমুদুল আলম তারেক, শেখ মনিরুজ্জামান রিপন, ফায়সাল আহমেদ, রুহুল আলম চৌধুরী উজ্জ্বল, নবেন্দু সাহা নব, মাহবুব আলম খান, মোস্তাফিজুর রহমান হাসান সর্দার, এ্যাডভোকেট বদিউজ্জামান কিরণ, মিজানুর রহমান মিজান, মোজাহিদুল ইসলাম প্রিন্স।

সম্পাদকমন্ডলীর সদস্যরা হলেন-

সাংগঠনিক সম্পাদক- জিয়াউল হক শিমুল, শেখ নূর কুতুবুল আলম, ময়েজ আহমেদ জুয়েল , অমিতাভ বসাক বাপ্পি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গোলাম মোস্তফা শরীফ, ওসমান গনি মানিক, জাবেদ জাহাঙ্গীর টুটুল, রাজু আহমেদ মিজান, রোয়াইদা আজাদ। প্রচার সম্পাদক- আওলাদ হোসেন খান শিবলি, সহ- প্রচার সম্পাদক- হাবিবুল্লাহ মেজবাহ্, প্রকাশনা সম্পাদক- আরিফুজ্জামান চয়ন, সহ- প্রকাশনা সম্পাদক- মেহেদী হাসান সুমন, সাংস্কৃতিক সম্পাদক- নাসরিন আকতার মিশু, সহ-সাংস্কৃতিক সম্পাদক- সাজু আহমেদ, সাহিত্য সম্পাদক- আমিনুল ইসলাম মিঠু, সহ-সাহিত্য সম্পাদক- দ্বীপ মজুমদার, আন্তর্জাতিক সম্পাদক- এস এম মুনতাসির, সহ-আন্তর্জাতিক সম্পাদক-ফরহাদ হোসেন, ক্রীড়া সম্পাদক- হাবিবুর রহমান হাবিব, সহ-ক্রীড়া সম্পাদক- হাসান ফেরদৌস পিপলু, তথ্য বিষয়ক সম্পাদক- মোঃ মাহবুবর রহমান আকন্দ, সহ- তথ্য বিষয়ক সম্পাদক- সারোয়ার কামাল চৌধুরী, গবেষনা সম্পাদক- মনসুর আহমেদ, সহ- গবেষনা বিষয়ক সম্পাদক- মেহেদী হাসান নাবিল, দপ্তর সম্পাদক- নজরুল ইসলাম দেলোয়ার, সহ- দপ্তর সম্পাদক- নাসিবুল হক বাবু, চারুকলা বিষয়ক সম্পাদক- বিপুল কুমার, সহ চারুকলা সম্পাদক-নুরুন নবী সরকার, পাঠাগার সম্পাদক- আবদুল আজিজ, সহ-পাঠাগার সম্পাদক-আজিজুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক- ফারুক ভূঁইয়া, সহ-সমাজ কল্যাণ সম্পাদক- রফিকুল ইসলাম রফিক।

নির্বাহী সদস্যরা হলেন-

১। মোঃ মহসিন সিদ্দিকী ২। হারুন অর রশিদ ৩। রফিকুল ইসলাম রফিক ৪। আবু সাদাত মোঃ সায়েম ৫। ফরহাদ ইকবাল ৬। হেলাল উদ্দিন কবীর ৭। মোঃ আবদুল মান্নান ৮। বাবর লস্কর ৯। ইকবাল হোসেন ১০। নাজমুন নাহার নিপা ১১। আসগর হোসেন ১২। আলমগীর তালুকদার ১৩। লায়ন সাবের আহমেদ ১৪। মোঃ সোহেল মৃধা ১৫। দেবাশীষ মিস্ত্রি ১৬। হীরামনি শাহীতাজ ১৭। মিজানুর রহমান বিপ্লব ১৮। আবুল কালাম আজাদ বীর বিক্রম ১৯। শেখ রাসেল পাভেল ২০। মোঃ রায়হানুল আলম ২১। এম এ হাসেম আফগানী বাব্ ২২। তহিরুল ইসলাম মিলন ২৩। আরমান আক্তার মর্জিনা ২৪। খন্দকার মোঃ হারুন অর রশিদ ২৫। এ এস এম সায়েম মিয়া ২৬। ফারুক হোসেন ২৭। আল মোমিন লিটন ২৮। মঈনুদ্দিন জুয়েল ২৯। আতিকা আহমেদ ৩০। ফেরদৌস আলম। ৩১। মারুফ মুন্না ৩২। আরিক মাহামেদ অন্তু ৩৩। নিশান এলাহি ৩৪। এ কাসেম অনু ৩৫। ফালগুনী তরফদার ৩৬। রাসেল আমিন স্বপন ৩৭। মাধব কৃঞ্চ মন্ডল ৩৮। মোঃ মোস্তাফিজুর রহমান ৩৯। সুবির সরকার দিলু ৪০। রাসেন্দ্র দাশ ৪১। মোঃ সাঈদুল ইসলাম ৪২। এ এস এম রোকন-উদ-দৌলা ৪৩। রাসেল চৌধুরী ৪৪। শরীফ শেখ ৪৫। ইমরান বিশ্বাস ৪৬। জাহাঙ্গীর আলম রায়হান ৪৭। উর্ব্বী সোম।

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here