বগুরায় অভিনব কায়দায় দরিদ্র মানুষের মুখে হাসি ফোটালো একদল তরুণ

0
63

চারদিকে যখন চলছে শো অফের প্রতিযোগিতার বহর ঠিক তখন বগুরায় একদল তরুণ ভিন্নভাবে অসহায় ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছেন। সাধরণত গরিব ও অসহায় মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতে সমাজের বেশির ভাগ মানুষ কোন উপলক্ষ না রেখে সরাসরি তাদেরকে খাদ্য কিংবা অর্থ সহায়তা প্রদান করেন। এক্ষেত্রে অনেকেই বিব্রতবোধ করেন। কারণ তাদের এই সহযোগিতা পর্বে ক্যামেরার ফ্লাশ চলতে থাকে অবিরত। কিন্তু বগুরার তরুণেরা যে কাজটি করেছে তা এক কথায় অনন্য। কারণ তারা এমন একটি প্রতিযোগিতা বা অংশগ্রহনের মাধ্যমে উপহার প্রদান করেছে তাতে উপস্থিত সুবিধাভোগী যারা পুরস্কার নিয়েছেন সবাইকেই হাসিখুশি দেখা গিয়েছে।

অভিনব এই আইডিয়া সম্পর্কে বগুরা তরুণ দলটির প্রধান উদ্যোক্তা বিপ্লব হোসেন বিডিনিউজ ট্র্যাকারকে বলেন, এক সপ্তাহ আগে আমার মাথায় পরিকল্পনাটা আসে, তারপর পরিকল্পনাটি আমার ছোট ভাই ও বন্ধুদেরকে জানেই, এরপর পরিকল্পনাটি সফল করি বগুরা রেইল স্টেশনে। আমাদের উদ্দেশ্য সাহায্য ছিল না এটা উপহার ছিল। সবার মুখে যেনো একটু হলেও হাসি ফোটে এটা ছিল আমাদের উদ্দেশ্য। আমার এই আইডিয়াটা অনেকের ভাল লেগেছে। প্রশংসনীয় ছিল এটা। আমাদের নিজেরদের ও এটা ভাল লেগেছে। আমরা সবায় বগুড়াতেই পড়াশুনা করি বিভিন্ন স্কুল কলেজ এ – যোগ করেন বিপ্লব হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here