Site icon bdnewstracker.com

ফাস্ট বোলিং দিয়ে আফগানদের পিষে মারার পরিকল্পনা!

বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানদের গুড়িয়ে শুভ সূচনা করতে বাংলাদেশ ফাস্ট বোলিংয়ের উপর আস্থা রাখতে যাচ্ছে! কন্ডিশন বিবেচনায় বাংলাদেশের একাদশে ৪ জন ফাস্ট বোলার খেলানোর পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। কারণ ভূপৃষ্টের ১৪০০ ফিট উঁচুতে অবস্থিত এই ধর্মশালায় ওয়েদার কন্ডিশন এরকমটাই সাজেস্ট করছে। বাতাস থাকে সবসময়। নতুন বলে সুইং মুভমেন্ট পাওয়া যায়। ভারতের টিপিক্যাল পিচগুলোর মত এখানের উইকেট অতটা মন্থরও নয়।

যেকারণে এই সব দিক মাথায় রেখেই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ যেমন হতে পারে।

১. লিটন দাস
২. মেহেদী মিরাজ
৩. নাজমুল শান্ত
৪. মুশফিকুর রহিম
৫. তাওহদী হৃদয়
৬. সাকিব আল হাসান
৭. মাহমুদউল্লাহ রিয়াদ
৮. তানজিম হাসান সাকিব (পেসারদের মধ্যে টেটার ব্যাটার)
৯. তাসকিন আহমেদ
১০. শরিফুল ইসলাম
১১. মোস্তাফিজুর রহমান

ব্যাটিং অর্ডার পরিস্থিতির উপর নির্ভর করবে। ডানহাতির ব্যাটারের প্রয়োজন দেখা দিলে মুশফিক, মিরাজ, হৃদয়রা নেমে যাবেন। কারণ ফারুকি, মুজিব এবং রশিদের বিপক্ষে ডানহাতিদের নামাতে হবে। দরকার হলে তানজিদ তামিমকে ড্রপ করে মাহমুদউল্লাহকে খেলানো যেতে পারে। কারণ প্রতিপক্ষের ৩ জন ভয়ংকর বোলার যারা আবার বাহাতি ব্যাটারদের বিপক্ষে ৭০% সাকসেস রেট। ডানহাতিরে বিপক্ষে ৩০%। বুঝতে হবে কেন তামিমকে আফগানিস্তানের বিপক্ষে বাদ কিংবা নিচে খেলার কথা জানানো হয়েছিলো। সেই একই হিসেবে আফগানিস্তানের বিপক্ষে তানজিদ তামিমকে বিশ্রামে রাখা হতে পারে। দিনশেষে ধর্মশালায় ম্যাচের ভাগ্য গড়ে দিবেন ফাস্ট বোলাররাই। যে কারণে বাংলাদেশও ফাস্ট বোলারদের দিয়েই আফগানদের পিষে মারতে চাইবে। সেটাই কি স্বাভাবিক নয়?

#bcb #Bangladesh #BANvsAFG2023 #icc #iccworldcup2023#shakib #tamim #Mahmudullah

Exit mobile version